BJP: লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার সুকান্ত মজুমদার

ফের শিরোনামে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কয়েকদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। তবে ফের একবার তাকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।

Advertisements

আজ নতুন করে সন্দেশখালিতে (Sandeshkhali) হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন আরো বহু দলীয় কর্মী, সমর্থক। যদিও ধামাখালিতে তাকে আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বালুরঘাটের বিজেপি সাংসদ। জানা যায়, তাঁকে নাকি পুলিশ বেশ কয়েকবার আল্টিমেটাম অবধি দেয়। মূলত যত সময় এগোচ্ছে ততই যেন আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি।

Advertisements

আজও এই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুকান্ত মজুমদার। আজ সন্দেশখালি থানার সামনে বসে বিক্ষোভ দেখান সুকান্ত। বলেন, ‘থানার ভেতরেই রয়েছে তৃণমূলের শেখ শাহজাহান। সে পুলিশ কর্মীদের মিষ্টি খাওয়াচ্ছে।’ এদিকে পুলিশ টেনে হিঁচড়ে সুকান্ত মজুমদারকে ধামাখালি লঞ্চ ঘাটে এনে পুলিশের ঘাটে তোলা হয়।