Tuesday, October 14, 2025
HomeTop Storiesসবচেয়ে সস্তা জলপাইগুড়িতে! পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পেট্রোলের দাম জানুন

সবচেয়ে সস্তা জলপাইগুড়িতে! পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পেট্রোলের দাম জানুন

সপ্তাহের শুরুতে রাজ্যের সিংহভাগ জেলায় কমল পেট্রোলের দাম (WB Petrol Rate)। তবে কলকাতায় পেট্রোলের দাম একই রয়েছে। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা। বাংলার মধ্যে সবচেয়ে কম দামে পেট্রোল (WB Petrol Rate) পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে।

Advertisements

আসুন দেখে নিন কোন জেলায় কত টাকায় বিকোচ্ছে পেট্রোল – 

Advertisements

কলকাতা – ১০৩ টাকা ৯৪ পয়সা (একই রয়েছে)

উত্তর চব্বিশ পরগনা – ১০৩ টাকা ৯৪ পয়সা (৩০ পয়সা কমেছে)

দক্ষিণ চব্বিশ পরগনা – ১০৪ টাকা ১ পয়সা (৪৪ পয়সা কমেছে)

হাওড়া – ১০৩ টাকা ৯৪ পয়সা (একই রয়েছে)

নদিয়া – ১০৪ টাকা ৬৯ পয়সা (লিটারে ২৪ পয়সা কমেছে)

মুর্শিদাবাদ – ১০৫ টাকা ১৩ পয়সা (লিটারে ২০ পয়সা বেড়েছে)

পুরুলিয়া – ১০৪ টাকা ৭৭ পয়সা (একই রয়েছে)

বীরভূম – ১০৪ টাকা ৩৭ পয়সা (লিটারে ১৮ পয়সা কমেছে)

বাঁকুড়া – ১০৪ টাকা ১৫ পয়সা (লিটারে ২২ পয়সা কমেছে)

এক ধাক্কায় অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট জানুন

পূর্ব বর্ধমান – ১০৪ টাকা ৪০ পয়সা (লিটারে ৬ পয়সা বেড়েছে)

পশ্চিম বর্ধমান – ১০৩ টাকা ৭৭ পয়সা (একই রয়েছে)

হুগলি – ১০৪ টাকা ২৩ পয়সা (লিটারে ৩৩ পয়সা কমেছে)

পূর্ব মেদিনীপুর – ১০৩ টাকা ৯১ পয়সা (লিটারে ৩৮ পয়সা কমেছে)

পশ্চিম মেদিনীপুর – ১০৪ টাকা ৩৭ পয়সা (লিটারে ১৮ পয়সা কমেছে)

কোচবিহার – ১০৪ টাকা ৭০ পয়সা (লিটারে ৬১ পয়সা কমেছে)

কালিম্পং – ১০৩ টাকা ৯০ পয়সা (একই রয়েছে)

আলিপুরদুয়ার – ১০৪ টাকা ৭৩ পয়সা (লিটারে ৪৪ পয়সা কমেছে)

দার্জিলিং – ১০৩ টাকা ৭৯ পয়সা (লিটারে ১২ পয়সা কমেছে)

জলপাইগুড়ি১০৩ টাকা ৬৫ পয়সা (লিটারে ৫০ পয়সা কমেছে)

তীব্র গরমে সুখবর, ঝেঁপে বৃষ্টি আসছে বাংলার এই ১৫ জেলায়

ঝাড়গ্রাম – ১০৪ টাকা ৮০ পয়সা (লিটারে ১৬ পয়সা বেড়েছে)

উত্তর দিনাজপুর – ১০৪ টাকা ২১ পয়সা (লিটারে ৪৬ পয়সা কমেছে)

দক্ষিণ দিনাজপুর – ১০৪ টাকা ৩১ পয়সা (লিটারে ৩ পয়সা বেড়েছে)

মালদহ – ১০৩ টাকা ৭২ পয়সা (লিটারে ১৫ পয়সা কমেছে)

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়।

এক্সিট পোলে চাপ! কড়া নির্দেশ তৃণমূল সেনাপতির

গত ১৫ মার্চ কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দামে বড় ধরনের কাটছাঁট করে। এর আওতায় উভয়ের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই কাটছাঁট করেছে, তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম কম থাকবে বলে মনে করা হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments