
রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার পড়ুয়াদের জন্য আসতে পারে বড় স্বস্তি। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার প্রস্তাব পাঠাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিকাশ ভবনের সবুজ সংকেত মিললেই এই নতুন নিয়ম কার্যকর হবে তৃতীয় ও চতুর্থ সেমেস্টার থেকেই।
সংসদের প্রস্তাবে স্পষ্ট—উত্তর লেখার সময় অপরিবর্তিত থাকবে। বাড়তি ১০ মিনিট কেবলমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। অর্থাৎ আগে হাতে প্রশ্নপত্র পেয়ে বিশ্লেষণ করার সুযোগ তৈরি হবে, ফলে লেখার সময়টি আরও ফলপ্রসূভাবে ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা।
কেন বাড়তি সময়ের দাবি উঠল?
এবারই প্রথম সেমেস্টার পদ্ধতিতে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে। সেই পরীক্ষার সময় নানা বিষয়ে পড়ুয়ারা অভিযোগ তুলেছিলেন—প্রশ্নের সংখ্যা ও ধরন অনুযায়ী সময় যথেষ্ট নয়। ফলে উত্তর লেখায় চাপ বেড়ে যাচ্ছিল। সেই দাবির ভিত্তিতেই শিক্ষা সংসদ সময় বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে।
শিক্ষা সংসদের বক্তব্য WB HS Exam Extra Reading Time
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,
“উত্তর লেখার সময় অপরিবর্তিত। তবে পড়ুয়াদের স্বার্থে প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে।”
তৃতীয় সেমেস্টারের ফলাফল: কে প্রথম?
গত অক্টোবরেই প্রকাশিত হয়েছে তৃতীয় সেমেস্টারের ফল। সংসদ জানায়—
প্রথম হয়েছেন দু’জন: প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা
প্রাপ্ত নম্বর: ৯৮.৯৭%
দু’জনই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ-এর পড়ুয়া
প্রথম দশে মোট ৬৯ জন, যার মধ্যে ৩ জন ছাত্রী
পরীক্ষায় অংশগ্রহণ ও পাশের হার
তৃতীয় সেমেস্টারের জন্য নাম নথিভুক্ত করেন ৬,৬০,২৬০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬,৪৫,৮৩২ জন। পরীক্ষা হয়েছিল ওএমআর পদ্ধতিতে।
মোট পাশের হার: ৯৩.৭২%
ছেলে: ৯৩.৮১%
মেয়ে: ৯৩.৬৫%
গতবারের তুলনায় পাশের হার বেড়েছে বলেই সংসদ জানিয়েছে।
চূড়ান্ত ফল কীভাবে হবে?
সংসদ জানিয়েছে—তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের ফল মিলিয়ে তৈরি করা হবে চূড়ান্ত উচ্চমাধ্যমিকের ফল।
চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছিল ৮ থেকে ২২ সেপ্টেম্বর।
বাড়তি ১০ মিনিটের প্রস্তাবে সম্মতি দিলে সেমেস্টার পরীক্ষায় পড়ুয়াদের চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।










