পশ্চিমী ঝঞ্ঝায় ব্যাকফুটে শীত! ‘উষ্ণ’ বড়দিন-নববর্ষ

কলকাতা: নিম্নচাপের কাঁটা সরেছে৷ কিন্তু শীতের পথে এখন নতুন ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা৷ যার প্রভাবে ভরা পৌষে থমকে গিয়েছে শীতের সফর৷ এদিকে, রাত পোহালেই বড়দিন৷ কিন্তু,…

winter weather West Bengal

কলকাতা: নিম্নচাপের কাঁটা সরেছে৷ কিন্তু শীতের পথে এখন নতুন ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা৷ যার প্রভাবে ভরা পৌষে থমকে গিয়েছে শীতের সফর৷ এদিকে, রাত পোহালেই বড়দিন৷ কিন্তু, ক্রিসমাসেও নিরাশ করবে শীত৷ নববর্ষেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস৷ (warm weather on Christmas)

নতুন করে ঢুকছে ঝঞ্ঝা warm weather on Christmas

এক ঝঞ্ঝা বিদায় নিতেই হাজির আরেকটি ঝঞ্ঝা৷ যা একেবারে ভেস্তে দিয়েছে শীতের আমেজ। বড়দিন ও বর্ষশেষের আনন্দে তাল কাটতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ফলে, বড়দিনে শীতের বদলে উষ্ণতা মেখেই চলবে কেক খাওয়ার পর্ব৷ 

   

বর্ষশেষেও উষ্ণ শীত warm weather on Christmas

মৌসম ভবন জানিয়েছে, আগামী শুক্রবার, ২৭ ডিসেম্বর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে৷ এর প্রভাবে রাজস্থানের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে৷ তার সঙ্গে উত্তর-পশ্চিমে থাকা জেট স্ট্রিম উইন্ড সরাসরি প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গের উপর৷ বর্ষশেষে লাফিয়ে বড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খানিকটা কমলেও, বুধবার ফের তা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

কবে ফিরবে শীত? warm weather on Christmas

ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে ফের কবে ছন্দে ফিরবে শীত? হাওয় অফিস জানাচ্ছে, শুকনো হাওয়ার প্রবেশ প্রায় বন্ধ৷ শীত ফিরতে সেই ইংরেজি নববর্ষ৷ উত্তর–পশ্চিম ঝঞ্ঝা না কাটা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকার রাতের তাপমাত্রা নামবে না৷ ১৫–১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। ডিসেম্বরের শেষবেলাতেও অনুভূত হবে ফেব্রুয়ারির আমেজ৷ 

উত্তরে বৃষ্টি

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও, উত্তরে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা৷  ঘন কুয়াশায় ঢাকা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা৷ 

 

West Bengal: Winter in Bengal stalls due to western disturbance. Despite the departure of a low-pressure system, temperatures remain high. Expect warm weather on Christmas and New Year’s Eve. Another disturbance arrives on December 27, affecting the region.