শীতের দেখা নেই কলকাতায়! উত্তরে জারি বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: ক্রমেই দীর্ঘ হচ্ছে অপেক্ষা৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চলল৷ অথচ এখনও দেখা নেই শীতের৷ স্বভাবতই মন খারাপ শীত প্রিয় বাঙালির৷ ভোরের দিকে আর…

winter in Kolkata

short-samachar

কলকাতা: ক্রমেই দীর্ঘ হচ্ছে অপেক্ষা৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চলল৷ অথচ এখনও দেখা নেই শীতের৷ স্বভাবতই মন খারাপ শীত প্রিয় বাঙালির৷ ভোরের দিকে আর সন্ধ্যা নামার পর হালকা শীতের আমেজ অনুভূত হলেও, দিনেরবেলা বেশ গরম ভাব থাকছে৷ শীত নিয়ে বেশ নিরাশ দক্ষিণ৷ (waiting for winter in Kolkata)

   

কলকাতার আবহাওয়া winter in Kolkata

শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকেমাত্র ০.৭ ডিগ্রি কম৷ তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০% এবং ন্যূনতম ৪৭% থাকবে৷ 

উত্তরে বৃষ্টি winter in Kolkata

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শীতের স্পেল শুরু না হলেও, উত্তরবঙ্গে বেশ জমিয়ে ব্যাটিং শুরু হয়ে গিয়েছে৷ দার্জিলিংয়ে  তাপমাত্রা নেমেছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। কাঁপছে কালিম্পঙও৷ সেখানে তাপমাত্রা পৌঁছেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। ৬-৯ ডিসেম্বর দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে৷ 

 

আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কিছুটা নামবে পারদও৷ তবে উত্তরবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই৷ 

কাঁপছে কাশ্মীর

বঙ্গে জাঁকিয়ে শীত না পরলেও, হাড় কাঁপানো শীত পরেছে জম্মু ও কাশ্মীরে৷ শুক্রবার ভূস্বর্গের তাপমাত্রা নেমেছে মাইনাস ১৫.৫৯ ডিগ্রি সেলসিয়াসে৷ আগামীকাল, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪-এ জম্মু ও কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩.২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বাধিক তাপমাত্রা থাকবে -১৪.২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ তেমনটাই জানিয়েছে মৌসম ভবন। আর্দ্রতা থাকবে ৩৬%।

kashmir winter
kashmir winter

 

West Bengal: As December progresses, West Bengal awaits winter’s arrival. While mornings and evenings hint at cold, daytime remains warm. Kolkata’s max temperature: 27.4°C, min: 17.6°C. North Bengal, however, already feels the chill with temperatures dropping further.