দাবদাহ কেটে কোথাও অল্প বৃষ্টি কোথাও অল্প মেঘ দেখা গেলেও মোটের উপর দক্ষিণবঙ্গ জুড়ে গরমের জ্বলুনি চলছে। বৃষ্টির জন্য চাতকের মত অপেক্ষা। আর উত্তরবঙ্গে মেঘ-বৃষ্টি তুষারপাত সবই দেখা যাচ্ছে। পরিস্থিতি এমন যে দার্জিলিং ও কালিম্পং দুই পাহাড়ি জেলার উচ্চ অংশে ভালোই শীতের আমেজ। সান্দাকফুতে হচ্ছে তুষারপাত। ডুয়ার্সে বৃষ্টির জন্য গরম নেই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হয়েছে।
তবে সান্দাকফুতে তুষারপাত নিয়ে পর্যটক মহল খুশি। গরম থেকে দূরে থাকতে কয়েকদিনের জন্য উত্তরের পাহাড়ি এলাকায় যাওয়ার তোড়জোর চলছে। সান্দাকফুর মতো সিকিমেও হয়েছে তুষারপাত। দার্জিলিং শহরে তাপমাত্রা বেড়েছিল। ফের শীতের ছোঁয়া এই শহরে।
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।