নয়াদিল্লি: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা৷ আন্দোলনের আঁচ ছড়িয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে৷ নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছিলেন লাখো মানুষ৷ তবে বারবার প্রশ্ন উঠেছে, সুবিচার মিলবে কি? এতদিন নির্যাতিতার হয়ে আদালতে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ তবে বুধবার তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান৷ তার জায়গায় কে এই মামলার দায়িত্ব নেবেন, তা নিয়ে জল্পনা চলছিল৷ বৃহস্পতিবার জানান গেল, সুপ্রিম কোর্টে ওই তরুণী চিকিৎসকের পরিবারের হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। বৃন্দা গ্রোভারের বদলে করুণা নন্দীতেই আস্থা রাখল নিহত চিকিৎসকের পরিবার৷ (vrinda grover replaces with nandy)
বৃন্দা গ্রোভারের ভূমিকায় নাখুশ vrinda grover replaces with nandy
এই মামলায় বৃন্দা গ্রোভারের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তাঁরা। নির্যাতিতার পরিবারের বক্তব্য সঠিকভাবে আদালতে তুলে ধরা হচ্ছিল না বলেও অভিযোগ ওঠে। তাই সুপ্রিম কোর্টে আরজি কর মামলা থেকে বৃন্দাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল বাঙালি আইনজীবী করুণা নন্দীকে।
শুধু সুপ্রিম কোর্ট থেকেই নয়, শিয়ালদহ আদালতেও আর নির্যাতিতার পক্ষে সওয়াল করবেন না বৃন্দা গ্রোভার। কলকাতা হাই কোর্টেও লড়বেন অন্য কোনও আইনজীবী। নতুিন টিম তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ করুণা নন্দীও প্রথম থেকে এই মালার সঙ্গে যুক্ত৷ সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ মামলার ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ অর্থাৎ চিকিৎসকদের তরফে সওয়াল-জবাব করছিলেন তিনি। এবার তাঁর উপরেই আস্থা রাখল নির্যাতিতার পরিবার৷
সঞ্জীব খান্নার বেঞ্চে মামলা vrinda grover replaces with nandy
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর আরজি কর মামলা ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে৷ এর আগে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছিলেন, তদন্ত সংক্রান্ত সব তথ্য নির্যাতিতার পরিবারকে জানাচ্ছে সিবিআই। কিন্তু, সেই দাবি খারিজ করে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা জানান, তাঁরা মামালার অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল নন৷ তাঁদের কোনও তথা জানানো হচ্ছে না। আদালতে জমা পড়া স্টেটাস রিপোর্ট সংক্রান্ত কোনও তথ্যও তাঁদের হাতে আসেনি। এই বিষয়টি কেন বৃন্দা গ্রোভার আদালতকে জানালেন না? সেই প্রশ্ন তুলেছিলেন তরুণী চিকিৎসকের পরিবার। যা নিয়ে সমস্যার সূত্রপাত৷ এরপরই মামলা থেকে সরে যান বৃন্দা৷
West Bengal: Justice for the young doctor: Supreme Court case now led by Karuna Nundy. Family replaces Vrinda Grover with Nundy for better representation. Nationwide protests demand justice for the victim.