বাড়ল শান্তিনিকেতন ঘোরার খরচ! কী এমন সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের?

সপ্তাহান্ত কো বা দু-তিন দিনের ছুটি, বাঙালির প্রিয় গন্তব্যগুলোর মধ্যে অন্যতম শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী, বোলপুরের স্নিগ্ধ পরিবেশ আপামর বাঙালির অমোঘ আকর্ষণ।…

Visva Bharati University authorities have increased the ticket prices for visiting the Rabindra Bhavan and Upasana Griha areas, বাড়ল শান্তিনিকেতন ঘোরার খরচ! কী এমন সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের?

সপ্তাহান্ত কো বা দু-তিন দিনের ছুটি, বাঙালির প্রিয় গন্তব্যগুলোর মধ্যে অন্যতম শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী, বোলপুরের স্নিগ্ধ পরিবেশ আপামর বাঙালির অমোঘ আকর্ষণ। ভিড় জমান বিদেশিরাও। কিন্তু, পর্যটনপ্রিয়দের কাছে দুঃসংবাদ। এবার শান্তিনিকেতন ঘুরতে হলে গ্যাঁটের কড়ি গুণতে হবে বেশি!

কীসর দাম বাড়ল?

   

রবীন্দ্রভবন ও উপাসনা গৃহ সংলগ্ন এলাকা পরিদর্শনের জন্য প্রবেশ মূল্য বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সম্প্রতি শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর তকমা দিয়েছে ইউনেসকো। তার জেরেই এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

প্রবেশমূল্য কত বাড়ল?

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিবের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে রবীন্দ্রভবনের প্রবেশ মূল্য বিদেশিদের জন্য ১০০০ টাকা। যা আগে ছিল ৫০০ টাকা। অর্থাৎ এক লাফে টিকিটের দাম দ্বিগুণ বাড়ল। সার্ক-ভুক্ত দেশগুলির নাগরিকদের জন্য প্রবেশ মূল্য ৩০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য ১০০ টাকা করা হয়েছে। যা আগে ছিল ৭০ টাকা। দেশ-বিদেশের পড়ুয়াদের জন্য ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে প্রবেশ মূল্য।

রবীন্দ্র ভবন ও উপাসনা গৃহ কেন আকর্ষণীয়?

শান্তিনিকেতন, বোলপুরের বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি দর্শকদের অন্যতম আকর্ষণের জায়গা বিশ্বভারতীর রবীন্দ্রভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি কোনার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদিচী ছাড়াও রয়েছে সংগ্রহশালা। এছাড়াও রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি সহ নানা স্মারক।

শখ-স্বপ্নের অনন্য অনুভূতি, এবার ভিসা ছাড়াই যেতে পারবেন কোন কোন দেশে?

শান্তিনিকেতনের সূচনাকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শান্তি কামনায় প্রতি সপ্তাহে বুধবার সাপ্তাহিক উপাসনা হয় উপাসনা গৃহে। যা দেখতেও অতি সুন্দর। সূচনাকাল থেকেই বিশ্বভারতীর সাপ্তাহিক উপাসনার রয়েছে আলাদা মর্যাদা।

কত বাড়বে আয়?

বিশ্বভারতী সূত্রে খবর, রবীন্দ্রভবনের দৈনিক টিকিট বিক্রির হিসেব অনুযায়ী গত তিন মাসে গড়ে প্রায় আয় হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। টিকিটের দাম বাড়ায় সেই আয় আরও কয়েক লক্ষ বাড়বে বলেই মনে করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

তবে, প্রবেশমূল্য একলপ্তে অনেকটা বেড়ে যাওয়ায় পর্যটক মহলে অসন্তোষ বড়েছে।