বারাসতে শুভেন্দুর মিছিলে উত্তেজনা, তৃণমূল অফিসে হামলার অভিযোগ

বুধবার বারাসতে বিজেপি-র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রা’ (Women Safety Rally) ঘিরে শহরে চরম অশান্তির সৃষ্টি হল। রাজপথে মিছিল চলাকালীন ইট-পাটকেল…

বারাসতে শুভেন্দুর মিছিলে উত্তেজনা, তৃণমূল অফিসে হামলার অভিযোগ

বুধবার বারাসতে বিজেপি-র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রা’ (Women Safety Rally) ঘিরে শহরে চরম অশান্তির সৃষ্টি হল। রাজপথে মিছিল চলাকালীন ইট-পাটকেল ছোঁড়া, তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে হামলা, সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের অভিযোগে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ‘নারী সুরক্ষা’ মিছিল শুরু হয় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ন’পাড়া কালীবাড়ি এলাকা থেকে। কলোনিমোড় হয়ে ফ্লাইওভার ধরে চাঁপাডালি মোড়ের দিকে এগোচ্ছিল মিছিলটি। চাঁপাডালি মোড় পেরোনোর সময় পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, টাকি রোড ধরে শতদল মাঠের দিকে যাচ্ছিল মিছিল, তখনই তৃণমূল শ্রমিক সংগঠনের পার্টি অফিস সংলগ্ন এলাকায় তৃণমূলের পতাকা হাতে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এর পাল্টা প্রতিক্রিয়া আসে বিজেপি মিছিল থেকে, শুরু হয় স্লোগান যুদ্ধ।

   

চোখের পলকেই তা রূপ নেয় সংঘর্ষে। অভিযোগ, বিজেপির মিছিল থেকে ইট-পাটকেল ছোঁড়া শুরু হয়। হঠাৎই মিছিলের একাংশ ঘুরে যায় আইএনটিটিইউসি অফিসের দিকে। সেখানে বিজেপি কর্মীরা হাতে থাকা দলীয় পতাকার ডান্ডা দিয়ে ভাঙচুর চালায়। অফিসে থাকা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগও ওঠে।

এই ঘটনায় আহত হয়েছেন চার থেকে পাঁচ জন, যার মধ্যে রয়েছেন তৃণমূল কর্মী এবং কিছু সাধারণ পথচারী। বারাসত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত জানান, “আমরা থানায় লিখিত অভিযোগ জানাচ্ছি। এই ঘটনা পরিকল্পিত হামলা। দলীয় স্তরে আলোচনার পর প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হবে।”

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় বারাসত থানার পুলিশ এবং অতিরিক্ত বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিছিল ছত্রভঙ্গ করে আহতদের হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। রাত পর্যন্ত এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।

Advertisements

তবে বিজেপির পক্ষ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, তৃণমূল সমর্থকরাই প্রথমে মিছিল লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান দেন এবং ইট ছোঁড়েন। এরপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার রাজনীতি। একদিকে বিজেপি ‘নারী সুরক্ষা’ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে, অপরদিকে তৃণমূল পাল্টা অভিযোগ তুলছে যে বিজেপি আসলে সুরক্ষার নামে অশান্তি ও হিংসার রাজনীতি করছে।

এই ঘটনায় প্রশাসনিক স্তরেও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারাই দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দু অধিকারীর মিছিলে এমন সহিংসতা যে বারাসতের মতো শহরে রাজনৈতিক অসহিষ্ণুতির চিত্র আরও একবার সামনে আনল, তা নিয়ে সন্দেহ নেই। আগামী দিনে এই ঘটনার রাজনৈতিক প্রভাব কতদূর বিস্তার লাভ করে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।