Monday, December 8, 2025
HomeWest BengalMedinipur: অবাধে চলছে মাটি চুরি, রুখে দাঁড়াল গ্রামবাসী

Medinipur: অবাধে চলছে মাটি চুরি, রুখে দাঁড়াল গ্রামবাসী

- Advertisement -

সরকারি ক্যানেলের মাটি চুরি ও সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদে রুখে দাঁড়ালেন এলাকার মানুষ। এহেন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচখুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

শুধু তাই নয়, যে নড়বড়ে সেতু দিয়ে ১০/১২ টনের ভারী গাড়ি চলাচল করতে পারে সেই সেতু দিয়ে ৬০/৭০ টনের মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা বাধা দেন। শুক্রবার জলসেচ দপ্তরের নির্বাহী বাস্তুকারকে স্মারকলিপি দেন স্থানীয় দুলাল সাউ, নিমাই সাউ, গোপাল সরেন , লক্ষণ টুডু। স্মারকলিপি জমা দিয়ে তাঁরা অভিযোগ তোলেন, বেশ কিছুদিন ধরেই সুকুমার সিং, গণেশ পন্ডা পাঁচখুরি খালের মাটি কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছেন । এর ফলে খালের ক্ষতি হচ্ছে। চাষ যোগ্য জমি ভরাট করে দেওয়া হচ্ছে। পাশের আর একটি খালের মাটি কেটে নেওয়া হচ্ছে।

   

এখানে খালের উপর নড়বড়ে সেতু রয়েছে। যার উপর দিয়ে ভারী যানবাহন নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামবাসীরা একটি ট্রাক আটকে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোতওয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular