ঘন কুয়াশায় বেপরোয়া লরি পিষে দিল ভিলেজ পুলিশকে! আহত দুই সিভিক ভলান্টিয়ারও

মুর্শিদাবাদ: শনিবার সাত সকালে দুর্ঘটনা৷ রাস্তার ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলানো দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশরে ধাক্কা মারে বেপরোয়া লরি চালক৷ জখম হন তিন…

Accident in New Town

মুর্শিদাবাদ: শনিবার সাত সকালে দুর্ঘটনা৷ রাস্তার ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলানো দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশরে ধাক্কা মারে বেপরোয়া লরি চালক৷ জখম হন তিন জনই। তাঁদের মধ্যে মৃত্যু হয় ভিলেজ পুলিশের।

কুয়াশার দাপট 

এদিকে সকালে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে এসেছে। কুয়াশার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘাতক লরি৷ সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় অভি ঘোষ নামে ৩৭ বছরের ওই ভিলেজ পুলিশের। বাকি দুই সিভিক ভলান্টিয়ার গুরুতর ভাবে আহত হন৷ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। ঘাতক লরির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ৷ 

   

পিষে দেয় লরি 

সকাল ৮টা নাগাদ মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে  দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকায় ট্রাফিকের দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে একটি দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দেয়৷ তারপর রাস্তার মাঝে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, অভি ঘোষ চাকার তলায় পরে গিয়েছিলেন। বাকি দুজন ছিটকে পড়ায় প্রাণে রক্ষা পেয়েছে৷ তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক৷ 

স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করে 

স্থানীয় মানুষ জানাচ্ছে, কুয়াশার জেরে এমনিতেই দৃশ্যমানতা কম ছিল৷ তার উপর লরিটে অত্যন্ত দ্রুত গতিতে ছুটি আসছিল৷ সেই কারণেই ওই তিনজনকে দেখতে পায়নি চালক৷ স্থানীয়রাই তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসক ওই ভিলেজ পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে। বাকি দু’জনের চিকিৎসা চলছে৷ 

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে চালক ঘুমিয়ে থাকায় বেলডাঙা থেকে লরিটি চালাচ্ছিলেন খালাসি। খালাসির দাবি, তিনি গাড়ির চালককে বারবার ওঠার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি ঘুম থেকে ওঠেননি। সে কারণেই এই বিপত্তি৷