শপথ জটে মমতাদের রক্ষাকর্তা জগদীপ ধনখড়? স্পিকারের ফোন উপরাষ্ট্রপতিকে

বিধানসভায় তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে রাজভবন এবং রাজ্যের সরকারের মধ্যে দড়ি টানাটানি সপ্তমে। জট কাটাতে এবার উপরাষ্ট্রপতিকে ফোন করলেন বিধানসভার অধ্যক্ষ। উপনির্বাচনে…

Vice President Jagdeep Dhankhar spoke to Speaker Biman Banerjee to resolve Sayantika and Reyat Hossains oath issue

বিধানসভায় তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে রাজভবন এবং রাজ্যের সরকারের মধ্যে দড়ি টানাটানি সপ্তমে। জট কাটাতে এবার উপরাষ্ট্রপতিকে ফোন করলেন বিধানসভার অধ্যক্ষ।

উপনির্বাচনে তৃণমূলের নবনির্বাচিত দুই প্রার্থী চাইছেন বিধানসভায় স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নিতে। তবে রাজ্যপাল চাইছেন বিধায়করা শপথ নিন রাজভবনেই। বিধানসভায় শপথ নিতে চেয়ে তৃণমূলের দুই বিধায়ক ইতিমধ্যেই রাজভবনে চিঠি পাঠিয়েছে। সি ভি আনন্দ বোসও পাল্টা চিঠিতে তাঁদের জানিয়েছেন, বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালই শেষ কথা বলবেন।

   

এসবের মাঝেই শুক্রবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ফোন করে দীর্ঘ সময় তাঁর সঙ্গে আলোচনা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়!

কলকাতায় আগামীদিনে থাকবে শুধু বাঙালি হকাররাই? মমতার নির্দেশে জল্পনা শুরু!

বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি ধনখড় এর আগে রাজ্যের রাজ্যপাল ছিলেন। তাঁর সময়কালে রাজভবন ও নবান্নের সংঘাত অন্য প্রযায়ে পৌঁচেছিল। সেই সময়ও শপথগ্রহণকে ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত তৈরি হয়েছিল। পরে বিধানসভায় এসে উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করান তিনি। এখন তিনি উপরাষ্ট্রপতি পদে আসীন। তিনি এ রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল। তিনি যাতে বর্তমান রাজ্যপালকে বিধানসভায় এসে নতুন বিধায়কদের শপথ গ্রহনের অনুরোধ জানান, সেই অনুরোধ জানাতেই এ দিন ধনখড়কে ফোন করেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই বৃহস্পতিবার সি ভি আনন্দ বোসকে সরাসরি নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্নে বসে বলেছিলেন যে, ‘রাজভভনে যা চলছে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে।’

জেলবন্দি পার্থর পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল ‘মমতার পুলিশ’!

মুখ্যমন্ত্রীর মন্তব্য়ের পাল্টা রাজ্যপাল সি ভি আনন্দ বোস এ দিন চিঠিতে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনই বোধ করছে না রাজভবন।

এবারের লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র বরাহনগর ও ভগবানগোলায় উপনির্বাচন হয়। বরানগর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভগবানগোলায় জেতেন শাসক দলের রেয়াত হোসেন। এই দুই জয়ী প্রার্তীকেই শপথ নেওয়ার জন্য রাজভবনে যেতে বলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে দু’জনেই জানান যে বিধানসভাতেই তাঁরা শপথ নিতে চান। রাজ্যপাল যাতে তাঁদের বিধানসভায় শপথ গ্রহণের ব্যবস্থা করেন। কিন্তু আনন্দ বোস তা মেনে নেওয়ায় বিধানসভাতেই ধর্নায় বসেছেন সায়ন্তিকা এবং রেয়াত হোসেন। শপথ জটিলতার কথা জানিয়ে ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সব জানালেন স্পিকার।