Gourbanga University: রাজ্যপালের ‘গোঁসা’, সরানো হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে

মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে-কে সরালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত অগাস্ট মাসেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়ভার গ্রহণ করেন রজত কিশোর…

Gourbanga University: রাজ্যপালের 'গোঁসা', সরানো হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে

মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে-কে সরালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত অগাস্ট মাসেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়ভার গ্রহণ করেন রজত কিশোর দে। গত রাতে রাজভবন থেকে চিঠি দিয়ে তাঁকে উপাচার্যের পদ থেকে সরানোর কথা জানানো হয়। আচমকা রজতবাবুকে উপাচার্যের পদ থেকে সরানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

প্রসঙ্গত গত শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার একটি কনভেনার ছিল। ওইদিন সেখানে উপস্থিত ছিলেন ওয়েবকুপার সভাপতি তথা রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এই সভার দুদিনের মাথায় সরানো হল উপাচার্যকে। ব্রাত্য বসুর কটাক্ষ, ‘রাজ্যপালের ‘গোঁসা’ হয়েছে। তাই নির্বাচনের আচরণ বিধির মধ্যেই চিঠি পাঠিয়ে উপাচার্যকে সরালেন।’ ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। গোটা ঘটনা সুপ্রিম কোর্টের বিরোধী বলেও দাবি উঠেছে ওয়েবকুপার তরফে। তাদের দাবি, এই কনভেনশনে রজত কিশোর দে উপস্থিত ছিলেন না। তাহলে কিসের ভিত্তিতে এই রাজভবনের এই সিদ্ধান্ত

Advertisements

যদিও শনিবার ওয়েবকুপার কনভেনারে রাজনৈতিক বক্তব্য পেশ করা হয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সেখানে কনভেনারের নামে ভোটের প্রচারও করা হয, কমিশনে এই অভিযোগ জানানো হয় মালদহের কংগ্রেস ও বিজেপির তরফে। তার ঠিক দুদিনের মাথায় সরলেন উপাচার্য। যদিও রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া জানান যায়নি।