বাজারে হাত দিলেই ছ্যাঁকা, অগ্নিমূল্য বাজারের দাম!

পুজোর আগেই বাজারদর আকাশ ছোঁয়া (Vegetable Price Hike) হয়েছে। বাজারে গেলে সবজির দাম শুনেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তদের। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় সবজি যেমন আলু, পটল, পেঁয়াজ, রসুনের…

fruits-to-vegetables-will-be-fresh

পুজোর আগেই বাজারদর আকাশ ছোঁয়া (Vegetable Price Hike) হয়েছে। বাজারে গেলে সবজির দাম শুনেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তদের। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় সবজি যেমন আলু, পটল, পেঁয়াজ, রসুনের দাম একেবারে আকাশছোঁয়া। সাধারণ আলুর দাম এখন ৩০ টাকা প্রতি কেজি। পেঁয়াজের দাম গিয়ে দাঁড়িয়েছে ৮০ টাকা প্রতি কেজিতে। রসুনের দাম ৪৫০-৫০০ টাকা পার করে গিয়েছে। প্রতি কেজি ভেন্ডির দাম ৪০ টাকা কেজি। ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা। প্রতি কেজি কাঁকরোলের দামও ৬০ টাকা। বিটরুটের দাম ৪৫ টাকা প্রতি কেজি।

১ কেজি লাউ-এর দাম ২০ টাকা। ক্যাপসিকাম হল ৫৫ টাকা কেজি। বাঁধাকপি হল প্রতি কেজি ২৫ টাকা। প্রতি কেজি গাজরের দাম ৫০ টাকা। ১ আঁটি ধনেপাতার দাম ২০ টাকা। বর্তমানে কাঁচালংকার দাম ৪০ টাকা কেজি। আদার দাম ২৪০ টাকা প্রতি কেজি।

অন্যদিকে দাম বেড়েছে মাছ ও মাংসেরও। মাংসের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৫০-২৮০ টাকা কেজি। মাছের দাম অবশ্য সময় ও স্থান অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। ফলের বাজারে তো হাত দেওয়াই যাচ্ছে না। আপেল এখন ২২০ টাকা কেজি। ১টা নারকেলের দাম ২০-৩০ টাকা। খেজুর ৪৮০-৫০০ টাকা কেজি। কাঁচকলার দাম শুনলে চোখে সর্ষেফুল দেখতে হয়। এর দাম ৬০ টাকা প্রতি কেজি।

Advertisements

অনেকেই মনে করছেন অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো চাষের ক্ষতি হয়েছে, তাই বাজারে এত দাম। অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড-বাংলা সীমান্ত বন্ধ করে দেবার ফলে এই ঘটনা ঘটেছে। একাংশ বলছে বন্যার কারণেও বাড়তে পারে দাম।