মালদহ: ভারতীয় রেলের মুকুটে যুক্ত হল নতুন পালক। রবিবার মালদহ থেকে দেশের প্রথম ‘স্লিপার বন্দে ভারত’ (Sleeper Vande Bharat) এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেমি হাই-স্পিড ট্রেনের হাত ধরে মাত্র ১৪ ঘণ্টায় জুড়ে গেল কলকাতা ও গুয়াহাটি। যাত্রাপথের সময় কমল প্রায় ৩ ঘণ্টা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রেনের অত্যাধুনিক পরিষেবা ও রসনাবিলাসের একগুচ্ছ তথ্য তুলে ধরলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
১. খাবারের প্লেটে বাংলা ও অসমের মেলবন্ধন
স্লিপার বন্দে ভারতের অন্যতম আকর্ষণ হতে চলেছে এর রাজকীয় মেনু। রেলমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের স্বাদের কথা মাথায় রেখে দুই রাজ্যের জনপ্রিয় খাবার পরিবেশন করা হবে৷ অসম থেকে ফেরার পথে: মিলবে অসমের বিখ্যাত জোহা রাইস ও মাটি মোহর ডাল। হাওড়া থেকে যাওয়ার পথে পাতে থাকবে খাঁটি বাঙালি স্বাদ৷ ছোলার ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, নারকেল বরফি এবং মিষ্টিমুখের জন্য সন্দেশ।
২. যাত্রী নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি vande bharat sleeper food menu
এই ট্রেনটি ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রকল্পের এক অনন্য নজির। এর বগি, প্রপালশন সিস্টেম এবং ভেহিকেল কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। নিরাপত্তার জন্য এতে রয়েছে৷
কবচ (Kavach): ট্রেনের সংঘর্ষ এড়াতে দেশীয় অটোমেটিক ট্রেন সুরক্ষা ব্যবস্থা।
ইমার্জেন্সি টক ব্যাক: জরুরি অবস্থায় যাত্রীরা সরাসরি চালক বা রেলকর্মীদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই-স্পিড ট্রেন সেট।
৩. সময়সূচি ও রুট (Time Table)
প্রকাশিত সূচি অনুযায়ী, হাওড়া ও কামাখ্যার মধ্যে যাতায়াত করবে এই ট্রেন-
হাওড়া-কামাখ্যা (২৭৫৭৫): হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। কামাখ্যা পৌঁছবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে।
কামাখ্যা-হাওড়া (২৭৫৭৬): কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। হাওড়া পৌঁছবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে।
প্রধানমন্ত্রী এদিন মালদহ থেকে কেবল এই ট্রেনের উদ্বোধনই করেননি, বরং একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাসও করেন। রেলমন্ত্রীর দাবি, এই স্লিপার ট্রেন ভারতের রেল পরিষেবাকে বিশ্বমানের করে তুলবে।
West Bengal: Prime Minister Narendra Modi virtually launched India’s first Sleeper Vande Bharat Express from Malda, connecting Kolkata and Guwahati in just 14 hours, as Indian Railways showcased modern technology, enhanced safety, and region-inspired onboard cuisine.
