বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের রুট ও ভাড়ার বিস্তারিত

কলকাতা: বঙ্গে চালু হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)। এটি দেশের প্রথম সেমি-হাই স্পিড ট্রেন, যা বাংলার যাত্রীদের জন্য নতুন…

Vande Bharat Sleeper Express Likely to Begin Operations by July 2025

কলকাতা: বঙ্গে চালু হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)। এটি দেশের প্রথম সেমি-হাই স্পিড ট্রেন, যা বাংলার যাত্রীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ট্রেন উদ্বোধন করেছেন। হাওড়া থেকে শুরু করে ট্রেনটি আসামের কামাখ্যা পর্যন্ত ছুটবে।

Advertisements

এই ট্রেনের বিশেষত্ব হলো এর আধুনিক স্লিপার কামরা, আরামদায়ক আসন এবং উন্নত সেবা। ঘণ্টায় সর্বোচ্চ গতি ১৮০ কিমি হলেও, সাধারণ চলাচলের জন্য ট্রেন চলবে ১৩০ কিমি প্রতি ঘণ্টা। ট্রেনে মোট ১৮টি কামরা এবং ৮২৩ জন যাত্রী যাত্রা করতে পারবেন।

   

ভাড়ার বিস্তারিত

ভাড়া তিনটি শ্রেণিতে নির্ধারিত— ১ম এসি, ২য় এসি ও ৩য় এসি। ভাড়ার মধ্যে খাবারের খরচ অন্তর্ভুক্ত। তবে উপরে ৫% জিএসটি প্রযোজ্য।

হাওড়া থেকে মালদা টাউন (৩২৪ কিমি):

১ এসি: ১৫২০ টাকা

২ এসি: ১২৪০ টাকা

৩ এসি: ৯৬০ টাকা

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (৫৫৬ কিমি):

১ এসি: ২১১৩ টাকা

২ এসি: ১৭২৪ টাকা

৩ এসি: ১৩৩৪ টাকা

হাওড়া থেকে কামাখ্যা (৯৫৮ কিমি):

১ এসি: ৩৬৪০ টাকা

২ এসি: ২৯৭০ টাকা

৩ এসি: ২২৯৯ টাকা

কামাখ্যা থেকে নিউ জলপাইগুড়ি (৪০১ কিমি):

১ এসি: ১৫২৪ টাকা

২ এসি: ১২৪৩ টাকা

৩ এসি: ৯৬২ টাকা

কামাখ্যা থেকে মালদা টাউন (৬৩৪ কিমি):

১ এসি: ২৪০৯ টাকা

২ এসি: ১৯৬৫ টাকা

৩ এসি: ১৫২২ টাকা

ট্রেনের রুট ও স্টেশন

শনিবার ট্রেন নম্বর ০২০৭৫ মালদা টাউন থেকে কামাখ্যা পর্যন্ত চলবে। ট্রেনটি দুপুর ১:১৫ মিনিটে মালদা থেকে যাত্রা শুরু করবে এবং রাত ১১:১৫ মিনিটে কামাখ্যা পৌঁছাবে। ট্রেন মোট সাতটি স্টেশনে দাঁড়াবে আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাও এবং রঙ্গিয়া। এরপর ট্রেনটি পৌঁছাবে গুয়াহাটিতে।

বন্দে ভারত স্লিপারের সুবিধা- আধুনিক স্লিপার কামরা, আরামদায়ক সুইট ও আসন, উন্নত খাবার ও পরিষেবা, দ্রুত ও নিরাপদ যাত্রা৷ 

Advertisements