মোদীর উদ্বোধনের পরেই বন্দে ভারত স্লিপারে হামলার ছক? মালদহে জারি হাই অ্যালার্ট!

মালদহ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দেশ পেতে চলেছে প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন (Vande Bharat Sleeper Train)। মালদহ টাউন স্টেশন থেকে এই অত্যাধুনিক ট্রেনের…

Vande Bharat Sleeper Attack Plot 

মালদহ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দেশ পেতে চলেছে প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন (Vande Bharat Sleeper Train)। মালদহ টাউন স্টেশন থেকে এই অত্যাধুনিক ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তের আগেই ঘনিয়ে এল আশঙ্কার কালো মেঘ। অভিযোগ উঠছে, উদ্বোধনের পরই নতুন ট্রেনটি লক্ষ্য করে পাথর বৃষ্টি বা কালো পতাকা দেখানোর ষড়যন্ত্র চলছে।

Advertisements

গোপন সূত্রে হামলার খবর: নড়েচড়ে বসল রেল

রেল সুরক্ষা বাহিনী (RPF)-র কাছে গোপন সূত্রে খবর পৌঁছেছে যে, বন্দে ভারত স্লিপার ট্রেনটি মালদহ ছাড়ার পর নির্দিষ্ট কিছু এলাকায় দুষ্কৃতীরা হামলার পরিকল্পনা করেছে। এই মর্মে আরপিএফ-এর পক্ষ থেকে মালদহের কালিয়াচক থানার আইসি-কে একটি জরুরি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হতে পারে এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হতে পারে।

   

গোয়েন্দা ইনপুট ও সতর্কবার্তা Vande Bharat Sleeper Attack Plot 

জানা গিয়েছে, সুবোধ কুমার সাউ নামে এক ব্যক্তির ইমেল মারফত রেল এই ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে। আরপিএফ-এর চিঠিতে বেশ কিছু স্পর্শকাতর এলাকার নাম উল্লেখ করা হয়েছে, যেখানে হামলার আশঙ্কা প্রবল৷ এই জায়গাগুলি হল- জামিরঘাটা, খালতিপুর, চমগ্রাম, শঙ্খপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধুলিয়ান গঙ্গা, বাসুদেবপুর এবং তিলডাঙা৷ 

এই স্টেশন ও সংলগ্ন এলাকাগুলিতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে কালিয়াচক থানার পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। যাতে কোনোভাবেই আইন-শৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।

পুরনো স্মৃতি ও নিরাপত্তা জোরদার

এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। বারবার এই ধরণের ঘটনায় রেলের ভাবমূর্তি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগেভাগে সতর্ক হয়েছে রেল ও পুলিশ।

আজ দুপুরে প্রধানমন্ত্রী মোদী যখন দেশের প্রথম এই স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করবেন, তখন একদিকে যেমন থাকবে উৎসবের মেজাজ, তেমনই ট্রেনের গোটা যাত্রাপথ জুড়ে মোতায়েন থাকবে কয়েক হাজার নিরাপত্তা কর্মী।

Advertisements