কত কম টাকায় চড়তে পারবেন ‘বন্দে ভারত’? রইল তালিকা

বর্তমানে রেল যাত্রীদের মন কেড়েছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। কারণ এই ট্রেন দ্রুত গতির পাশাপাশি সুন্দর পরিষেবা দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। অন্যান্য দূর…

Bonde-Varot

বর্তমানে রেল যাত্রীদের মন কেড়েছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। কারণ এই ট্রেন দ্রুত গতির পাশাপাশি সুন্দর পরিষেবা দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। অন্যান্য দূর পাল্লার ট্রেনের তুলনায় বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকে এই ট্রেনে। তবে ইচ্ছা থাকলেও অতিরিক্ত ভাড়ার কারণে এই ট্রেনে চড়তে পারেননা বহু যাত্রী। এই বিষয়টি উল্লেখযোগ্য যে অধিক ভাড়ার পাশাপাশি, কম ভাড়া দিয়েও বন্দে ভারতে (Vande Bharat) চড়ে ভ্রমণ করা যায়। এমন পাঁচটি বন্দে ভারতের সন্ধান রইল, যেগুলির ভাড়া অনেক কম-

হাওড়া থেকে পুরীঃ-
আপনি ১০৬৫ টাকা থেকে ২৪৮৫ টাকা দিয়ে চড়তে পারবেন বন্দে ভারত (Vande Bharat) ট্রেন। যা আপনাকে নিয়ে যাবে হাওড়া থেকে পুরী। এই ট্রেনটি চালু হয়েছিল ২০২৩ সালের ১৮ মে। ট্রেনটি ৫০০ কিলোমিটার অতিক্রম করে প্রতিদিন। ওই পথ যেতে এই ট্রেনের ৬ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগে। মাথায় রাখতে হবে ট্রেনটি মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন চলে।

   

দেরাদুন থেকে আনন্দবিহার টার্মিনালঃ-
আপনি যদি দেরাদুন থেকে আনন্দবিহার টার্মিনাল যেতে চান কম সময়ে তাহলে আপনি ১০৬৫ টাকা থেকে ২৪৮৫ টাকা দিয়ে বন্দে ভারত (Vande Bharat) ট্রেনে করে যেতে পারেন। এই পথে যেতে ট্রেনটির সময় লাগে ৪ ঘণ্টা ৪৫ মিনিট। রেল সূত্রে জানা যায় এই ট্রেনটি চালু হয়েছিল ২০২৩ সালের ২৫ মে। মাথায় রাখবেন সপ্তাহের মঙ্গলবার ছাড়া প্রতিদিনই যাত্রীরা এই ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পারবেন।

টালমাটাল পরিস্থিতি ‘ইন্ডিয়া’র, সম্মুখসমরে জোটের দুই প্রধান দল

মুম্বই সিএসটি থেকে সাইনগর শিরদিঃ-
মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের যেকোনো দিন যদি আপনি মুম্বই সিএসটি থেকে সাইনগর শিরদি যেতে চান তাহলে ১০৯৫ থেকে ২০৪৫ টাকায় বন্দে ভারতে (Vande Bharat) করে যেতে পারেন। সম্পূর্ণ ৩৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে ৫ ঘণ্টা ১০ মিনিট। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে চলছে এই ট্রেন।

নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিঃ-
১০৭৫ থেকে ২০২৫ টাকা দিয়ে আপনি যেতে পারেন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি। সম্পূর্ণ ৪০৭ কিমি পথ অতিক্রম করে এই ট্রেন যার সময় লাগে ৫ ঘণ্টা ৩০ মিনিট। তবে আপনি মঙ্গলবার ছাড়া যে কোনো দিন এই ট্রেনে যাত্রা করতে পারেন।

মুম্বই সেন্ট্রাল থেকে গান্ধীনগর সেন্ট্রালঃ-
বুধবার বাদে যে কোনো দিন আপনি পৌঁছাতে পারবেন মুম্বই সেন্ট্রাল থেকে গান্ধীনগর সেন্ট্রাল। এখানের ট্রেনের টিকিটের দাম ৭৫৫ টাকা থেকে ১৯৫৫ টাকা পর্যন্ত। সম্পূর্ণ পথ ৫২০ কিলোমিটার। এই দূরত্ব পেরতে সময় লাগে ৬ ঘণ্টা ২৫ মিনিট। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে চলছে এই ট্রেন।