যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আরও এক ধাপ এগোল ভারতীয় রেল। হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনে যুক্ত হল অতিরিক্ত ৪টি কোচ। আগে যেখানে এই আধুনিক, উচ্চগতির ট্রেনটি ১৬ কামরার ছিল, এবার তা বাড়িয়ে করা হয়েছে ২০ কামরার। এর ফলে এটি এখন ইস্টার্ন জোনের দীর্ঘতম বন্দে ভারত ট্রেন।
উদ্বোধনের পর থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পটনা রুটে এই আধুনিক ট্রেনের টিকিট পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়ায় বহু সময়। সেই চাহিদার কথা মাথায় রেখেই রেল মন্ত্রক কোচ সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
ট্রেন নম্বর ও সময়সূচি:
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, 22348/22347 পটনা-হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস এখন চলবে ২০টি কামরা নিয়ে। ট্রেনটি ৫৩২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মাত্র ৬ ঘণ্টা ৩৫ মিনিটে।
পটনা থেকে ছাড়ে সকাল ৮টায়
হাওড়া পৌঁছায় দুপুর ২:৩৫ মিনিটে
হাওড়া থেকে ছাড়ে দুপুর ৩:৫০ মিনিটে
পটনা পৌঁছায় রাত ১০:৪০ মিনিটে
সপ্তাহে ছ’দিন (বুধবার বাদে) চলে এই ট্রেন। যাত্রাপথে মোট ৮টি স্টপেজ রয়েছে— হাওড়া, দুর্গাপুর, আসানসোল, জামতাড়া, যশিডি, লখিসরাই, মোকামা, বখতিয়ারপুর, ও পাটনা সাহিব।
ভাড়া ও সুযোগসুবিধা:
এই আধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের
এসি চেয়ার কার ভাড়া ₹১৫১৫
এগজিকিউটিভ চেয়ার কার ভাড়া ₹২৭৩৫
এই ট্রেনের ভিতরের পরিকাঠামো যাত্রীদের আরাম এবং নিরাপত্তা উভয়ের দিক থেকেই অত্যন্ত আধুনিক। রয়েছে WiFi, GPS, স্বয়ংক্রিয় দরজা, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, ক্যাটারিং সার্ভিস ও আরও অনেক পরিষেবা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, “এই কোচ সংযোজন শুধুমাত্র যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই। ভবিষ্যতে যদি চাহিদা আরও বাড়ে, তবে প্রযুক্তিগতভাবে যতটা সম্ভব, সেই অনুযায়ী আরও পরিবর্তন আনা হবে।”
হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসে কোচ বৃদ্ধির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পূর্ব ভারতের রেল পরিষেবাকে এক নতুন দিশা দেখাবে। যাত্রীদের চাপ যেমন কমবে, তেমনই যাত্রাও হবে আরও আরামদায়ক। আধুনিক ভারত নির্মাণের পথে রেলের এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন যাত্রীরা।