Udayan Guha: আমার সঙ্গে সেলফি তুলতে এসেছিল, মীনাক্ষীর নাম না করে কটাক্ষ কমল-পুত্রের

ডিওয়াইএফআইয়ের (DYFI) পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল। কর্মসূচি থেকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় (DYFI Leader Minaakshi Mukhopadhyay)।

Udayan Guha and Minaakshi Mukhopadhyay in a Controversy

ডিওয়াইএফআইয়ের (DYFI) পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল। কর্মসূচি থেকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় (DYFI Leader Minaakshi Mukhopadhyay)। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে গিয়ে মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি সপ্তাহে ক’দিন উত্তরকন্যায় বসেন? কি কাজ করেন? এ সমস্ত প্রশ্ন তোলেন। উত্তরকন্যায় না বসলে এই দপ্তরের মন্ত্রী হিসেবে বেতন নেন কেন? জনগনের করের টাকায় বেতন নিলে জনগনের জন্য কাজ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মীনাক্ষী। এছাড়াও দপ্তরের কাজকর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন এই যুবনেত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোথায়?

   

‘নিখোঁজ মন্ত্রী নিখোঁজ উন্নয়ন’ হাতে লেখা এমন পোস্টার নিয়ে হঠাৎ উত্তরকন্যা অভিযান চালান তিনি।  এর খবর উদয়নের কাছে পৌঁছতেই তিনিও পাল্টা কটাক্ষ করেন। তিনি কটাক্ষের সুরে বলেন, সে মনে হয় আমার সঙ্গে সেলফি তোলার জন্যে এসেছিল। তার জানা উচিৎ ছিল আজ গুড ফ্রাইডে, সরকারি দপ্তর বন্ধ থাকার কথা। আমি গতকালই উত্তরকন্যা থেকে এসেছি। ওর যদি আমার সঙ্গে সেলফি তোলার ইচ্ছে থাকে তবে কদিন আগেইতো দিনহাটাতে এসেছিল, তখন দেখা করতেই পারতো। এরপরে দিনহাটাতে এলে মিনাক্ষী সেলফি তুলতে চাইলে অবশ্যই তুলব। কাজের দিনে মীনাক্ষীকে উত্তরকন্যায আসার আমন্ত্রন করেছেন উত্তরবঙ্গ উন্নযন মন্ত্রী।

আগামী ১৩ এপ্রিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি, রাজ্যের সমস্ত শূন্যপদে নিয়োগ সহ বেশ কয়েকটি দাবিতে এই অভিযান বলে সংগঠন সুত্রে জানানো হয়েছে। তার সমর্থনেই এদিন ফুলবাড়ি বাজারে একটি সভার আযোজন করেছিল সংগঠনের নিউ-জলপাইগুড়ি-ফুলবাড়ি লোকাল কমিটি।