Uttar 24 Pargana: এলাকাবাসীর দাবি তৃণমূল বোমা বানাচ্ছিল, নীলগঞ্জ বিস্ফোরণে আরও মৃত্যুর সম্ভাবনা

বিস্ফোরণের পর বিক্ষোভে তৃ়ণমূল নেতার বাড়ি আক্রান্ত কত মৃত্যু? এলাকবাসী বলছেন, যেভাবে আহতদের ছিন্নভিন্ন দেহ নিয়ে যাওয়া হয়েছে তাতে দশ জনের বেশি নিহত। উত্তর ২৪…

বিস্ফোরণের পর বিক্ষোভে তৃ়ণমূল নেতার বাড়ি আক্রান্ত কত মৃত্যু? এলাকবাসী বলছেন, যেভাবে আহতদের ছিন্নভিন্ন দেহ নিয়ে যাওয়া হয়েছে তাতে দশ জনের বেশি নিহত। উত্তর ২৪ পরগনার (Uttar 24 Pargana) নীলগঞ্জে বিপুল বিস্ফোরক উদ্ধার করছে। তৃণমূলের নিশানায় আইএসএফ ও সিপিআইএম। আর বাম ও কংগ্রেসের অভিযোগের নিশানায় শাসকদল

উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আওতাধীন মোষপোল পশ্চিম পাড়া অঞ্চলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে দুই পরিবারের কমপক্ষে ১০ জন প্রান হারিয়েছেন। আহত আরও বহু। তিনটি শিশু সহ ১০ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি।ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। একটি দোতলা বাড়ি সম্পূর্ন ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। স্থানীয়দের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

   

Nilganj Blast

Advertisements

হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে খবর বিস্ফোরণের পর বারাসত হাসপাতালে আনা হয় মোট ১১ জনকে। অধিকাংশের দেহ ভয়াবহ পোড়া। সবার অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে।দত্তপুকুরের নীলগঞ্জের বাজি কারখানায় কারখানায় মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার বহু শ্রমিক কাজ করেন। স্থানীয়রা দাবি করেছেন, পূর্ব মেদিনীপুরের এগরার মতো পরিস্থিতি। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা পুলিশকে টাকা খাইয়ে কারখানা চালাত।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News