Uttar 24 Pargana: মতুয়াদের উপর হামলায় বিজেপির বিক্ষোভ

মতুয়াদের ওপর দুষ্কৃতি হামলায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বারাসাত থানার সামনে বিক্ষোভ করে ডেপুটেশন দিলেন উত্তর ২৪ পরগনার (Uttar 24 Pargana) বিজেপি নেতারা। Advertisements…

Uttar 24 Pargana district Bjp ptotest against attack on matuas

মতুয়াদের ওপর দুষ্কৃতি হামলায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বারাসাত থানার সামনে বিক্ষোভ করে ডেপুটেশন দিলেন উত্তর ২৪ পরগনার (Uttar 24 Pargana) বিজেপি নেতারা।

Advertisements

মঙ্গলবার মাঝরাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে উৎসবে যোগ দিতে যাওয়ার সময় বারাসাত কাজীপাড়া সংলগ্ন এলাকায় মতুয়াদের বাস থামিয়ে মারধর চালায় একদল দুষ্কৃতী। আহত হন একজন মতুয়া সংঘের ব্যক্তি। এই হামলার ঘটনায় সরব হয়েছে বিজেপি।

   

বারাসাতে মতুয়াদের ওপর এই আক্রমণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই হামলার ঘটনায় সকল দোষীদের গ্উপযুক্ত শাস্তির দাবিতে বারাসাত থানার সামনে বিক্ষোভ দেখায় বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির নেতা কর্মীরা।

জেলা বিজেপির সভাপতি তাপস মিত্রর নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা তাদের দাবির প্রতিলিপি তুলে দেয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন হামলার দিন বাসে থাকা মতুয়া সংঘের সদস্যরা