ব্যবসায়ীদের ঋণ পাওয়ার সুবিধার্তে বিশেষ আধার কার্ড আনছে কেন্দ্র

আজকাল কার দিনে ভারতীয় নাগরিক হিসেবে বাধ্যতা মূলক আধার কার্ড (Aadhaar Card)৷ ব্যাঙ্কের কাজ হোক বা ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে নতুন সিম নেওয়া…

আজকাল কার দিনে ভারতীয় নাগরিক হিসেবে বাধ্যতা মূলক আধার কার্ড (Aadhaar Card)৷ ব্যাঙ্কের কাজ হোক বা ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে নতুন সিম নেওয়া সমস্ত কিছুতেই দরকার আধার কার্ড৷ যে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রমাণপত্র হিসেবে প্রথমেই রয়েছে আধার কার্ড৷ এটি ছাড়া বহু মূল্যবান কাজই থেমে যেতে পারে আপনার৷ এমন অনেক সরকারি কাজ রয়েছে যা আধার কার্ড না থাকলে বন্ধ হয়ে যেতে পারে৷ কিন্তু এমন অনেক কিছু বিষয় রয়েছে যা আমরা অনেকেই জানি না৷

Advertisements

আধার কার্ড সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা অধিকাংশেরই অজানা। এই বিষয়টি শুনে অনেকেই হয়তো চমকে গেলেন কিন্তু এটাই সত্যি ৷ বহু মানুষকেই প্রয়োজনে ব্যাঙ্ক হোক বা অনেক সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে থাকেন৷ কিন্তু অনেকেই জানেন না, যে আধার কার্ড দেখিয়ে আপনি লাখ টাকার ঋণ পেতে পারেন। কীভাবে সম্ভব? জেনে নিন আসল বিষয়টি৷

   

এই আধার কার্ড সাধারণ নয়, এমন একটি আধার কার্ড রয়েছে, যার মাধ্যমে ঋণ পাওয়া যেতে পারে। তা হল “উদ্যোগ আধার” (Udyog Aadhaar) কার্ড থেকে।এই আধার কার্ডটি বিশেষভাবে ব্যবসায়ীদের জন্যই। এই আধার কার্ডের মাধ্যমে ২৫ লক্ষ টাকা থেকে সর্বাধিক ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে।

এর জন্য কোনও জমানত দিতে হয় না। এছাড়া ঋণের সুদে ভর্তুকিও পাওয়া যায় এই আধার কার্ডের মাধ্যমে।
যে কোনও ধরনের ব্যবসায়ী এই ঋণ নিতে পারেন৷ ব্যবসায়ীদের বসায়ীদের ঋণ পেতে সুবিধার জন্য এই বিশেষ আধার কার্ড এনেছে কেন্দ্রীয় সরকার।