তরাই এবং ডুয়ার্স-সহ পাহাড়ের (Terai-Duars and Hill) উন্নয়ন নিয়ে আজ, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল (Piyush Goyal) আজ দার্জিলিংয়ে (Darjeeling) এলেন৷ এদিন তাঁকে বাগডোগরা বিমানবন্দরে অভ্যর্থনা জানান শিলিগুড়ির বিজেপি সংসদ সদস্য রাজু বিস্তা৷ তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্ব।
এদিন সাংসদ রাজু বিস্তা সংবাদমাধ্যমকে জানান, বিজেপি ভারতের সর্বাধিক উন্নয়ন চায়। তাই কেন্দ্রীয় পীযুষ গোয়েল উত্তরবঙ্গ সফরে এসেছেন। পাহাড়ের উন্নয়ন করতে হবে এটা বিজেপির মাথায় আছে। তাই আমরা চাই সবদিক থেকে উন্নয়ন হোক পাহাড়ে।
পীযুষ গোয়েল কেন্দ্রীয় মন্ত্রী রাজু বিস্তার সঙ্গে কথা বলে তার আগামী তিনদিনের কর্মসূচি ঠিক করবেন বলে জানা গিয়েছে। সেখানে পাহাড় এবং ডুয়ার্সের মানুষের কিভাবে উন্নয়ন করতে পারা যায়, সেটা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাগডোগরা এয়ারপোর্ট থেকে সরাসরি পাহাড়ে রওনা দেন। সঙ্গে ছিলেন বিধায়ক এবং জেলা নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এদিন দেখা করতে বিমানবন্দরে পৌঁছে যান জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের সকল বিজেপি কর্মীরাও।