BJP: বাংলায় বিজেপিকে শূণ্য থেকে শুরু করতে হবে : অমিত শাহ

Amit Shah in bengal

বঙ্গ সফরে বিজেপি (BJP) দলীয় কর্মীদের নিয়ে বৈঠক থেকে তেমন কিছু আশ্বাসবাণী দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির দিক থেকে তেমন কোনও সাহায্য মিলবে না নিজেদের লড়াই হবে বলেছেন শাহ। মুষড়ে পড়া বিজেপি কর্মীদের জাগিয়ে তুলতে শাহ ভোকাল টনিক দেন। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী পদে নাও থাকতে পারি, কিন্তু একজন বিজেপি কর্মী হিসাবে সর্বদা জন্য কাজ করে যাবো।

সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিরোধী দল বিজেপির নেতারা। আইনশৃঙ্খলার মেরুদণ্ড ভেঙে গেছে। তাই রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে বিজেপি রাজ্য নেতৃত্ব। কিন্তু দিল্লির নেতাদের দিকে তাকিয়ে না থেকে নিজেদের লড়াই জারি রাখার বার্তা দিয়েছেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ প্রয়োজনে শূণ্য থেকে শুরু করতে হবে। এই বার্তাও দিলেন তিনি।

   

উদাহরণ হিসাবে তুলে ধরেন তৃণমূল কংগ্রেস প্রসঙ্গ। তিনি বলেন, শাসক দল একসময় বিরোধী দল ছিল। তাঁদেরকেও অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। দিল্লির নেতাদের ওপর ভরসা কমিয়ে নেতা থেকে কর্মীদের লড়াইয়ে নিযুক্ত থাকতে হবে। একেবারে বুথস্তরের নেতাদের শক্তি বাড়াতে হবে বলেও জানা তিনি।

২০২৩ থেকে শুরু করতে হবে ২০২৪ এর প্রস্তুতি। তার জন্য লড়াইয়ের মানসিকতা আনতে হবে প্রত্যেককে। একথা সাফ জানিয়ে দিয়েছেন অমিত শাহ।

সময় না থাকায় এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করতে পারলেন না বিক্ষুব্ধরা। বরং অমিত শাহ আসার আগে সাংগঠনিক বৈঠকের সুচনা করতে হয়েছিল সাধারণ সম্পাদক বিএল সন্তোষকে।  বিজেপিতে বাড়ছে ফাটল? প্রশ্ন রাজনৈতিক মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন