Rain: তাপপ্রবাহের আতঙ্কেও স্বাভাবিক বৃষ্টির স্বস্তি বার্তা

দেশে এবছর বর্ষায় স্বাভাবিক বৃষ্টি (rain) হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণ-পূর্ব মৌসুমী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন কেন্দ্র ভূবিজ্ঞান মন্ত্রী এম রবিচন্দ্রন

দেশে এবছর বর্ষায় স্বাভাবিক বৃষ্টি (rain) হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণ-পূর্ব মৌসুমী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন কেন্দ্র ভূবিজ্ঞান মন্ত্রী এম রবিচন্দ্রন। তিনি বলেন, আগামী জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গড়ে ৯৬ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

এদিকে প্রবল তাপপ্রবাহ চলছে। পশ্চিম ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলায় মানুষ নাজেহাল। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ।

   

কলকাতায় আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের প্রধান সঞ্জীব বন্দোপাধ্যায় জানান, পয়লা বৈশাখ পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। চিকিৎসকরা বলছেন একটানা শুষ্ক গরমে অসুস্থ হয়ে পড়া এড়াতে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।