কলকাতা: রাজ্যে চাকরিহারা এবং চাকরিপ্রার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। তৃণমূল নেতারা বারবার আশ্বস্ত করলেও, ক্ষোভ প্রশমিত হচ্ছে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো পরিষ্কার জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন, তার উপর ভরসা রাখুন’’। এর মধ্যে, চাকরিহারা সংগঠনগুলি এবার বড় পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৭ এপ্রিল বৈঠকের কথা থাকলেও, তার আগেই ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। (unemployed teachers call for nabanna campaign)
১২-১৩টি সংগঠন মঞ্চে একত্রিত হয়ে এই কর্মসূচি nabanna campaign
চাকরিহারা সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয়েছে। এদিন একটি সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চাকরি প্রার্থী ও চাকরিহারাদের ১২-১৩টি সংগঠন মঞ্চে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করবে। সম্মেলনে নেতারা জানিয়েছেন, আরও কয়েকটি সংগঠন শীঘ্রই এই মঞ্চে যোগ দিতে চলেছে।
এদিকে, আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছে, পূর্বে একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। তাঁদের অভিযোগ, ‘‘আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক, কিন্তু বাস্তবে তিনি অমানবিক। শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা চাকরি হারিয়েছেন, কিন্তু কোনো সমাধান হয়নি।’’ চাকরিহারাদের দাবি, ‘‘আর কোনো প্রতিশ্রুতি নয়, আমরা ফলপ্রসূ পদক্ষেপ চাই।’’
অঘোষিত ডেডলাইন nabanna campaign
এদিন তাঁরা মুখ্যমন্ত্রীকে ১৫ এপ্রিলের মধ্যে আলোচনায় বসার জন্য একটি অঘোষিত ডেডলাইন দিয়েছেন। ‘‘পয়লা বৈশাখ, অর্থাৎ ১৫ এপ্রিলের মধ্যে যদি আলোচনা না হয় এবং সঠিক সমাধান না আসে, তাহলে ২১ এপ্রিলের নবান্ন অভিযান বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হবে’’—এমন হুঁশিয়ারি দেন তাঁরা।
চাকরিহারা সংগঠনের সদস্যরা বলেন, ‘‘আমরা এখনও মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছি, কিন্তু কতদিন! আমরা আর আতঙ্কে কাটতে চাই না, আমরা কাজ চাই।’’ তাঁদের মতে, ‘‘বেকার ভাতা নয়, কাজ এবং আমাদের সমস্যার সুষ্ঠু সমাধানই এখন আমাদের প্রধান দাবি।’’
এভাবে, চাকরিহারা সংগঠনগুলি ১৫ এপ্রিলের মধ্যে সমাধান চেয়ে আন্দোলনের তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিল। ২১ এপ্রিলের নবান্ন অভিযানে রাজ্যে নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
West Bengal: Unemployed youth in West Bengal intensify protests, demanding action from CM Mamata Banerjee. Despite assurances, frustration grows. Organizations plan Nabanna march on April 21 if no resolution by April 15. United efforts highlight the urgency for employment solutions.