স্কুলে যেতে ভয় পাচ্ছিল আড়াই বছরের মেয়ে। বারবার জিজ্ঞাসা করা হলে জানায়, স্কুলে আঙ্কল ব্যাড টাচ করেছে। এরপরই বৃহস্পতিবার হুগলির হিন্দমোটরের একটি নার্সারি স্কুলে স্কুলে চড়াও হন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন । এসময় স্কুলের অধ্যক্ষার স্বামীও আক্রান্ত হন। অভিযোগ, মারমুখী হয়ে ওঠা অভিভাবকরা তাঁকে মারধর করেন। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে আটক করে পরিস্থিতি সামাল দেয়
শিশুটির পরিবার জানায়, শিশুটি বেশ কিছুদিন ধরেই স্কুলে যেতে চাইছিল না। শিশুটির কথায়, স্কুলের এক আঙ্কল তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই অভিভাবকেরা স্কুলে পৌঁছান এবং গোটা ঘটনা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে, স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তবে, প্রাথমিকভাবে ফুটেজে শিশুটিকে হেনস্থা করার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্কুলের অধ্যক্ষা রিমি চৌধুরী।
পুলিশ জানায়, যদি লিখিত অভিযোগ পাওয়া যায়, তবে পকসো আইনে মামলা রুজু করা হবে। যদিও অভিভাবকদের একটি অংশ দাবি করছেন, এই স্কুলের অধ্যক্ষা এবং অন্য কর্মীরা বাচ্চাদের ঠিক মতো দেখভালই করেন না। সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। কারণ, ওই অভিভাবকদের যুক্তি হল, আড়াই বছরের একটি বাচ্চা মোটেও বানিয়ে কথা বলতে বা মিথ্য়া অভিযোগ করতে পারে না। তাঁদের আশঙ্কা, নিশ্চয় খারাপ কিছু ঘটেছে। তাই শিশুটি ভয়ে স্কুলে আসতে চাইছে না।