Uttar Dinajpur: গুলিবিদ্ধ পুলিশ, তীব্র উত্তেজনা গোয়ালপোখরে

পুলিশকর্মীরা গুলিবিদ্ধ। তীব্র উত্তেজনা উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরে। গুলিবিদ্ধ রক্তাক্ত পুলিশ কর্মীদের দেখে আতঙ্কিত জনতা। জানা গেছে গুলি করে আসামী ছিনতাই করার চেষ্টা। এক…

shootout at-malda

পুলিশকর্মীরা গুলিবিদ্ধ। তীব্র উত্তেজনা উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখরে। গুলিবিদ্ধ রক্তাক্ত পুলিশ কর্মীদের দেখে আতঙ্কিত জনতা। জানা গেছে গুলি করে আসামী ছিনতাই করার চেষ্টা। এক আসামী পলাতক।(Two policemen injured in firing by miscreants in Uttar Dinajpur district)

গত কয়েকদিন ধরে বারবার উত্তরবঙ্গে দুষ্কৃতিদের গুলি চালানোর ঘটনা ঘটছে। মালদায় রাজনৈতিক খুনের পর এবার পড়শি জেলা উত্তর দিনাজপুরে প্রকাশ্যে পুলিশকেই গুলি করল দুষ্কৃতিরা।

   

বুধবার (১৫ জানুয়ারি) জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য।

জানা গেছে দুই আসামীকে ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় গুলি চালানো হয়। গুলিবিদ্ধ ২ পুলিশ কর্মীর চিকিৎসা চলছে ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়ার থানার ইকরচলা কালিবাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ থানার পুলিশ আসামী নিয়ে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। আচমকা এক আসামী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। মোট তিন রাউন্ড গুলি লেগেছে দুই পুলিশ কর্মীর দেহে। তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ইসলামপুর আদালতে শুনানি শেষের পর দুই আসামীকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জে। পাঞ্জিপাড়া এলাকায় জাতীয় সড়কের উপর পুলিশের ভ্যান পৌঁছলে দুই আসামী গুলি চালায়। ঘটনাস্থলেই দুই পুলিশকর্মী লুটিয়ে পড়েন। জখম দুজনের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য।

গুলি চালিয়ে এক আসামী পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উত্তর দিনাজপুর জেলার লাগোয়া বিহার। পলাতক আসাসী পড়শি রাজ্যের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিং এই আন্তজেলার সীমানাতেও সতর্কতা।