ভোটের দিন ভাঙড়ে বোমা বিস্ফোরণে ঝলসে গেল শিশুরা

ভাঙড়ে ভোটের দিনে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত দুই শিশু। শনিবার সকালে ভাঙড়ের ছয়ানিতে বল ভেবে খেলতে গিয়ে আহত হয়েছে দুই শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাদের জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

রাতভর ভাঙড়ের বিভিন্ন এলাকা ছিল উত্তপ্ত। রাতভর চলেছে বোমাবাজি। স্থানীয় বাসিন্দারা বলেন, বিকট শব্দে দৌড়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু। স্পর্শকতার ভাঙড়ে বাহিনীর কড়া নজরদারিতে আক্রান্ত হল দুই শিশু।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন