HomeTop StoriesPurba Bardhaman: গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন, জামালপুরে পুলিশের টহল

Purba Bardhaman: গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন, জামালপুরে পুলিশের টহল

- Advertisement -

কিছু দিন ধরেই গ্রামের বিভিন্ন গোয়াল থেকে গরু চুরি হয়ে যাচ্ছিল বলে অভিযোগ উঠছিল। নজরদারি চলছিল। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর ব্লকের তুরুক ময়না গ্রামে কয়েকজনকে ঢুকতে দেখে তেড়ে যান এলাকাবাসী। অভিযোগ গভীর রাতে একটি ৪০৭ পিক আপ ভ্যানে করে এসেছিল পাঁচ জনের একটি দুষ্কৃতী দল। একটি গোয়াল ঘরের তালা ভাঙার চেষ্টা করে। তাদের দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল।

খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে এলে সেখানে দুই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

   

জেলার জামালপুর রাজনৈতিক কারনে বারবার অগ্নিগর্ভ ও রক্তাক্ত হয়েছে। তবে গরু পাচার সন্দেহে গণপিটুনির ঘটনা এই এলাকায় সম্প্রতি আর ঘটেনি। তদন্তে নেমে পুলিশ সব অভিযোগ খতিয়ে দেখছে। গণপিটুনিতে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular