টিভি সিরিয়াল অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত দুর্ঘটনায় মৃত

ছোট পর্দার অভিনেত্রী (Suchandra Dasgupta) সুচন্দ্রা দুর্ঘটনায় (Accident) মৃত। জানা গেছে রাতে অভিনয়ের কাজ শেষ করে অনলাইনে বাইক বুকিং করে সোদপুরে বাড়িতে আসছিলেন তিনি।

Advertisements

বরানগর থানার সামনে ঘোষপাড়া বিটি রোডের উপর লরির সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই তিনি মারা যান। বেঁচে গেছেন চালক।

   
Advertisements

বাইকটির চালকের কাছ থেকে বিস্তারিত বিবরণ সংগ্রহ করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।