Loksabha Election 2024: ভোট দেওয়ার নিরিখে বাংলাকে ছাপিয়ে গেল ত্রিপুরা

  আজ শুক্রবার থেকেই ভারতজুড়ে ২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গেল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ চলছে দেশে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের…

Loksabha Election 2024: ভোট দেওয়ার নিরিখে বাংলাকে ছাপিয়ে গেল ত্রিপুরা

 

আজ শুক্রবার থেকেই ভারতজুড়ে ২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গেল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণ চলছে দেশে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে আজ সকাল থেকে। এদিন ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। তবে এরই মাঝে রেকর্ড গড়ল ত্রিপুরা এবং বাংলা।

   

রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ হল ত্রিপুরায়। জানা গিয়েছে, এদিন বিকেল ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ৬৮.৩৫ শতাংশ, যা আজ লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ ভোট। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। সেখানে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ। 

Advertisements

উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় ভোটার ১৬ কোটি ৬৩ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৮ কোটি ৪০ লাখ এবং নারী ভোটারের সংখ্যা ৮ কোটি ২৩ লাখ। প্রথমবার ভোটার ৩৫.৬৭ লক্ষ। ২০ বছর থেকে ২৯ বছর বয়সী ভোটার সংখ্যা ৩ কোটি ৫১ লাখ। ১ লাখ ৮৭ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।