HomeBharatPoliticsতৃণমূলের ‘সালিশি সন্ত্রাস’? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

তৃণমূলের ‘সালিশি সন্ত্রাস’? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

- Advertisement -

কলকাতা: সালিশি সভার নামে এক ব্যক্তিকে তলোয়ার দিয়ে মারার অভিযোগে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল-শাসনকালে রাজ্যের একাধিক জায়গায় ‘নেতাদের দাদাগিরি’ চলছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু।

বুধবার এক্সে তিনি লেখেন, “আবারও পশ্চিমবঙ্গে “ক্যাঙ্গারু কোর্ট”/ সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি।” বর্ধমান পুরসভার ২৬ নং ওয়ার্ডে এক তৃণমূল নেতা কালো শেখের হাতে বেধড়ক মারধোরের শিকার হয়েছেন অমিত রায় নামক এক স্থানীয় বাসিন্দা বলে অভিযোগ করেছেন শুভেন্দু।

   

https://x.com/SuvenduWB/status/1978363688915816957

এক্সে (X) তিনি ঘটনার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ” ভিডিওতে দেখা যাচ্ছে মার খাওয়া অমিত রায় প্রাণ বাঁচাতে মরিয়া ভাবে অনুনয় বিনয় করছেন তবু মার থামছে না। বড় তলোয়ার নিয়ে তাঁকে মারা হচ্ছে।” এরপর রাজ্যে আইনের শাআসন বিলুপ্ত, তার পরিবর্তে তৃণমূলের শাসন অব্যাহত বলে তোপ দেগেছেন শুভেন্দু।

পাশাপাশি, উত্তর দিনাজপুর, বিষ্ণুপুর, মালদলের হরিশ্চন্দ্রপুরে শাসকদলের ‘দাদাদের’ ত্রাস এবং মারধোরের ঘটনার কথা উল্লেখ করেন বিরোধী দলনেতা। উত্তর দিনাজপুরে “তৃণমূল কংগ্রেসের রত্ন তাজিলুল ইসলাম ওরফে জেসিবি”-র হাতে প্রকাশ্যে এক মহিলাকে ব্যাভিচারের অভিযোগে মারধোরের ঘটনা উল্লেখ করেন শুভেন্দু।

সেইসঙ্গে রাজারহাট বিষ্ণুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধোর, মালদলের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ শাসকদলের নেতা জিয়াউল হক সালিশি সভার নামে পুলিশকর্মীকে মার খাইয়েছে বলে অভিযোগ করেন তিনি।

“এরকম চলতে থাকলে ব্রিটিশ ও মোগল শাসনের বর্বরতাকেও তৃণমূল কংগ্রেস হার মানাবে” বলে কটাক্ষ ছুঁড়েছেন বিজেপির ‘দাপুটে’ নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বর্ধমানের ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular