রাত পোহালেই ২১ জুলাই। তার আগের দিন বিরাট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সন্ধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে আসেন মমতা। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সহ তৃণমূলের প্রথম সারির নেত্রীরা। মঞ্চ পরিদর্শন করে মমতা বলেন, নেতা নেই, আমরা সবাই সহকর্মী।
তৃণমূলের শহিদ সমাবেশে যে সমস্ত নেতা-কর্মীরা আসছেন, তাঁদের উদ্দেশ্যেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবাই নিরাপদে কলকাতায় আসবেন। ট্রেনে আসলে সাবধানতা অবলম্বন করবেন। কেউ মাথা বাইরে ঝোঁকাবেন না। কারণ আগের বছরগুলোতে এজন্য বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।
এদিকে শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন জেলার তৃণমূল কর্মীরা। প্রত্য়েকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী কাল সকালে খাওয়াদাওয়া করে তাঁরা সবাই কলকাতায় উদ্দেশ্যে রওনা দেবেন।
বনধের ডাক আলু ব্যবসায়ীদের! হু হু করে বাড়তে পারে আলুর দাম
এবার একুশে জুলাইয়ের মঞ্চের আকৃতি হবে ইংরেজি অক্ষর এল (L)-এর মত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মঞ্চের সামনের ভাগ থাকছে। এই অংশের মাপ ৫২ ফুট বাই ২৮, উচ্চতা ১০ ফুট। আগে এর মাপ থাকতো ৪৮ ফুট হতো। দ্বিতীয় ভাগ ৪৮ ফুট বাই ২৪ ফুট, উচ্চতা ১১ ফুট। তৃতীয় ভাগ হবে ৪৮ ফুট বাই ২০ ফুট, উচ্চতা ১২ ফুট।
মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমন্ত্রিত অতিথিরা। বাকি দু’টি মঞ্চে থাকবেন তৃণমূল সাংসদ, বিধায়করা। এছাড়া মুখ্যমন্ত্রীর জন্য আলাদা র্যাম্প থাকছে। এছাড়া অন্যান্য মন্ত্রীদের জন্য র্যাম্প তৈরি হচ্ছে। বৃষ্টিতে যাতে কোনও ক্ষতি না হয় তাই মঞ্চের ব্যাকড্রপ আগের তুলনায় মোটা করা হচ্ছে। ৪০ ফুট বাই ৩০ ফুট। থাকছে ১৩ জায়ান্ট স্ক্রিন, প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক।
৫৯ বছর বয়সে ফের বিয়ের পিড়িতে সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি