ভোটে জিতেই বেপাত্তা! ৪৩ দিন পর বহরমপুরে পা রাখলেন তৃণমূল সাংসদ ইউসুফ

৫ জুনের পর আর দেখা যায়নি তাঁকে (Yusuf Pathan)। ভোটে জিতেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। অবশেষে বহরমপুরে এলেন তৃণমূল সাংসদ তথা বিশ্বকাপ জয়ী ভারতীয়…

৫ জুনের পর আর দেখা যায়নি তাঁকে (Yusuf Pathan)। ভোটে জিতেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। অবশেষে বহরমপুরে এলেন তৃণমূল সাংসদ তথা বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলার জন্য ইংল্যান্ডে ছিলেন ইউসুফ।

আজ নবাবের শহরে পা রেখেই তৃণমূল সাংসদ (Yusuf Pathan) সাফ জানিয়ে দিলেন, ‘আমি নিখোঁজ নই।’ একই সঙ্গে তিনি যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও আশ্বাস দেন।

   

৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা বিদায়ী সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরে ঘাসফুল ফোটান ইউসুফ পাঠান। সেদিন শংসাপত্র নিয়েই মুর্শিদাবাদ ছাড়েন ইউসুফ। আর তার প্রায় ৪০ দিন পর আজ, বৃহস্পতিবার বহরমপুরে এসে শহিদ দিবস পালনের প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউসুফ পাঠান।

এদিন বহরমপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে মুর্শিদাবাদ জেলার তিন নবনির্বাচিত সাংসদ – আবু তাহের খান (মুর্শিদাবাদের সাংসদ), খলিলুর রহমান (জঙ্গিপুরের সাংসদ) এবং ইউসুফ পাঠান (বহরমপুরের সাংসদ)-কে দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তরফে সংবর্ধনা জানানো হয়।

‘…ও অনেক এগিয়ে’, শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ কুণাল

বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বলেন, আমি আগেই বলেছি রাজনীতিতে যেমন দায়বদ্ধ থাকব, তেমন পরিবারের প্রতিও দায়বদ্ধ থাকব। আবার খেলার প্রতিও দায়বদ্ধ। আমি খেলেই এত বড় হয়েছি। তবে এখানকার সাধারণ মানুষের জন্য অনেক কাজ করার আছে। এখানকার মানুষের কাজ আটকে যেতে দেব না।

খুব শিগগির ইউসুফ পাঠান বহরমপুরে বাড়ি ভাড়া নেবেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, গুজরাতের ভদোদরা এবং দিল্লিতে আমার বাড়ি রয়েছে। বহরমপুরেও আমার একটি বাড়ি হবে। আমি এখান থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি বিধানসভা এলাকায় গিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করব।

ঘুম উড়ল বিজেপির! উত্তর প্রদেশ উপনির্বাচনে অখিলেশের হাত ধরল রাহুলের কংগ্রেস