বিধানসভা উপনির্বাচনে বিজেপি সাংসদের বোনকে প্রার্থী করল তৃণমূল

   সকাল সকাল বড় খবর! বিধানসভা উপনির্বাচনে (Assembly Bye Election) বিজেপির হেভিওয়েট সাংসদের বোনকে প্রার্থীকে করল তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রের…

  

সকাল সকাল বড় খবর! বিধানসভা উপনির্বাচনে (Assembly Bye Election) বিজেপির হেভিওয়েট সাংসদের বোনকে প্রার্থীকে করল তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বোন মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির।

মধুপর্ণার অবশ্য অন্য পরিচয়ও রয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে তথা মতুয়া সমাজের বড় মা বীণাপাণি দেবীর নাতনি মধুপর্ণা ঠাকুর। মাসখানেক আগে বড়মার ঘরের চাবি ফেরত চেয়ে অনশন আন্দোলন শুরু করেন মধুপর্ণা। সেই আন্দোলনের ফলেই সংবাদ শিরোনামে আসেন তিনি।

   

২০২১ সালে বাগদা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। চব্বিশের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিপরীতে বিশ্বজিৎকে টিকিট দেয় তৃণমূল। যদিও বনগাঁয় জোড়াফুল ফোটাতে ব্যর্থ হন তিনি।

সকাল সকাল সুখবর! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস

বিশ্বজিৎ দাসের ছেড়ে আসা বাগদা কেন্দ্রেই এবার মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে ফলাফলে নিরিখে বাগদা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই কেন্দ্র দখলে মতুয়া ভোটেই ভরসা রাখা সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তাই বিশ্বজিতের বদলে প্রার্থী করা হয়েছে মতুয়া-মুখ মধুপর্ণাকে।

আগামী ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এই চারটি কেন্দ্রে হল – উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, দক্ষিণবঙ্গের নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা এবং কলকাতার মানিকতলা।

সবচেয়ে সস্তা দার্জিলিং-মালদহে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পেট্রোলের দাম জানুন

আজ, শুক্রবার এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে।