Suvendu Adhikari: ‘জেলে যাচ্ছেন আরেক তৃণমূল বিধায়ক’, নাম বলে দিলেন শুভেন্দু

কয়লা পাচারের দায়ে জেলে যাচ্ছেন আরেক তৃণমূল বিধায়ক। বাঁকুড়ার সভা (Suvendu Adhikari) থেকে এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। একই সঙ্গে…

amid bangladesh row suvendu adhikari suddenly flew to delhi , আচমকা দিল্লিতে শুভেন্দু! বড় পদক্ষেপের তোড়জোড়?

কয়লা পাচারের দায়ে জেলে যাচ্ছেন আরেক তৃণমূল বিধায়ক। বাঁকুড়ার সভা (Suvendu Adhikari) থেকে এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। একই সঙ্গে ওই তৃণমূল বিধায়ককে ‘কয়লা চক্রবর্তী’ বলেও কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সভা থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এ রাজ্যে বি.এড, এম.এ, পি.টি.টি.আই পাসরা চাকরি পায় না। চোরেরা চাকরি চুরি করে নিয়ে যায়। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়। যোগ্য প্রার্থীদের বদলে অযোগ্যরা শিক্ষকের চাকরি পায় বাংলায়। চাকরির বদলে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ২১ হাজার মদের দোকান, টেবিল, টুল, ছাতা আর ডিয়ার লটারি।

   

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল তৃণমূল নেতা, মন্ত্রী ও রাজ্য সরকারের বিরোধিতা। তিনি বলেন, তৃণমূলের শাসনকালে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এই সময়ে এ রাজ্যে ৮ হাজার ২০০ স্কুল বন্ধ হয়েছে। বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, বাবা-মায়েরা সন্তানদের পড়াশুনার জন্য টাকা খরচ করতে চাইছেন না।

Amit Shah: বিজেপি জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার, বলেছিলেন শুভেন্দু, শাহ বললেন বাড়বে ১০০ করে

বাঁকুড়ার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারের সমর্থনে মঙ্গলবার তালডাংরায় ‘বিজয় সংকল্প সভা’ করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, এই ‘ঠগি পিসি’ আর তার ‘চোর ভাইপো’ যত দিন থাকবে, রাজ্যে একটাও শিল্প হবে না, একটাও চাকরি হবে না।

কীভাবে চাকরি বিক্রি হয়েছে, সেই তথ্যও তুলে ধরেন শুভেন্দু। তাঁর কথায়, এখানে চাকরি বিক্রি হয় ‘মোটা পার্থ’র মাধ্যমে। সে এখন জেলে আর জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে। এর পরই বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী তথা তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী উদ্দেশ্যে তিনি বলেন, বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী ‘কয়লা চক্রবর্ত্তী’র জেলে যাওয়া সময়ের অপেক্ষামাত্র!

Mamata Banerjee: ‘চুরির প্রমাণ কই?’, প্রশ্ন তুলেই মানহানি মামলার হুঁশিয়ারি মমতার

মঙ্গলবার জামিন পেয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণকে ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। এই জামিন প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, সুপ্রিম কোর্ট মনে করেছে তাই জামিন দিয়েছে। তবে সিবিআই কিংবা ইডির যে মামলায় জামিন হোক না কেন, একটা মামলা তো আছেই।

রাজ্যপাল ইস্যুতেও এদিন মুখ খোলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইস্যু ঘোরানোর জন্য তৃণমূল নোংরা রাজনীতি করছে। প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এক ওডিশি নৃত্যশিল্পী লালবাজারে রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন বছরখানেক আগে।

BJP: জামিন চাইতে গিয়েছিলেন আদালতে! বিজেপি নেত্রীকে জেলে পাঠালেন বিচারক