পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের খুনের ঘটনা বাসন্তীতে। খুন হলেন তৃণমূল কর্মী। মাথায় গুলি করা হয় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়দের দাবি, এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ ক্যানিং থেকে বাড়ি ফিরছিলেন জিয়ারুল। সেই সময়ই তাকে লক্ষ্য করে গুলি চলে। ঘটানস্থলে লুটিয়ে পড়েন জিয়ারুল। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ১৩ জনের মৃত্যু হল। এই ঘটনায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।