বৈধ কাগজপত্র ছাড়াই দেদারে চলছে গাছ কাটার কাজ

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের কাঙুর গ্রাম এলাকায় অবৈধভাবে গাছ কাটা চলছে প্রকাশ্য দিবালোকে। বেশ কয়েকটি…

বৈধ কাগজপত্র ছাড়াই দেদারে চলছে গাছ কাটার কাজ

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের কাঙুর গ্রাম এলাকায় অবৈধভাবে গাছ কাটা চলছে প্রকাশ্য দিবালোকে। বেশ কয়েকটি গাছ কাটার (Tree Cutting) পরেই কোন বৈধ কাগজপত্র না থাকায় গাছ কাটতে বাধা দেয় এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা।

ঘটনার খবর পেয়ে খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হল গাছ পাচারকারীদের কাছে। সংবাদ মাধ্যমের কর্মীরা ওই গাছ ব্যবসায়ীর কাছে জানতে চায় গাছ কাটার বৈধ কাগজপত্র আছে কিনা। তখনই একপ্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে, গাছ ব্যবসায়ী।

   

পাশাপাশি তিনি বলেন, “আমি পঞ্চায়ে ত সদস্যের সাথে কথা বলে এই গাছ কাটছি। যদিও পঞ্চায়েত সদস্য জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এরপরেই জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষের সামনেই সংবাদমাধ্যমের কর্মীদের হুমকি দেয় ও ক্যামেরায় কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই অসাধু গাছ ব্যবসায়ী। সাংবাদিকদের নামে মিথ্যাচার ও কুমন্তব্য করেন তিনি।”

Advertisements

যদিও ঘটনা স্থলেই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন, চন্দ্রকোনা এক নাম্বার পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষীকান্ত পন্ডিত। এবং এই বিষয়ে লক্ষ্মীপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান অভিযোগ সত্য নির্দিষ্ট কোন কাগজপত্র বা বৈধ কোন কাগজপত্র নেই। এবং সংবাদ মাধ্যমকে তিনি হুমকি দিয়েছেন খুব নিন্দনীয় ঘটনা এবং এর তীব্র নিন্দা জানায়।

পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষও। বৈধ কাগজপত্র ছাড়া দেদারে গাছ কেটে চলেছেন এ সমস্ত অসাধু গাছ ব্যবসায়ীরা এবং বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান ও আক্রমণের চেষ্টা করছেন।