ট্রেনযাত্রীদের ভোগান্তি, শিয়ালদহ ডিভিশনের ১০টি লোকাল ট্রেন বাতিল

আজ রবিবার, একদিকে ছুটির আমেজ, অন্যদিকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এসেছে দুঃসংবাদ। রেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রানাঘাট স্টেশনের ৪ নম্বর লাইনে…

Many Local Trains Cancelled on Saturday and Sunday, Passengers Likely to Face Inconvenience

আজ রবিবার, একদিকে ছুটির আমেজ, অন্যদিকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এসেছে দুঃসংবাদ। রেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রানাঘাট স্টেশনের ৪ নম্বর লাইনে জরুরি সংস্কারের কাজের কারণে শিয়ালদহ ডিভিশনে আজ মোট ১০টি লোকাল ট্রেন (Train Service) বাতিল করা হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সংস্কারের কাজ চলবে। এই সময়ের মধ্যে রানাঘাট স্টেশনের নির্দিষ্ট লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। ফলে কৃষ্ণনগর-রানাঘাট লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটবে।

   

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে —

রানাঘাট-শান্তিপুর আপ-ডাউন ট্রেন নম্বর:
৩১৭৮৫, ৩১৭৮১, ৩১৭৮৩, ৩১৭৮৮, ৩১৭৮২, ৩১৭৮৬

রানাঘাট-কৃষ্ণনগর আপ-ডাউন ট্রেন নম্বর:
৩১৭২৩, ৩১৭২৫, ৩১৭২২, ৩১৭২৬

এছাড়াও বনগাঁ-শান্তিপুর (৩৩৭৫২) লোকাল ট্রেন আজ শান্তিপুরের পরিবর্তে রানাঘাটেই যাত্রা শেষ করবে। শান্তিপুর-বনগাঁ (৩৩৭৫১) লোকাল ট্রেনও আজ শান্তিপুর থেকে ছাড়বে না, বরং রানাঘাট থেকেই যাত্রা শুরু করবে।

পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘নির্ধারিত সময়সীমার মধ্যে লাইনের মেরামতির কাজ সম্পন্ন করার জন্যই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অস্বস্তির কথা মাথায় রেখেই আগেভাগে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’’

Advertisements

শুধু পূর্ব রেলই নয়, দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনেও জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ থেকে ২৭ জুলাই পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

এই সময়কালে বাতিল থাকবে আসানসোল-আদ্রা মেমু স্পেশাল ট্রেন —
৬৮০৪৬ (আপ) এবং ৬৮০৪৫ (ডাউন)।
এই দুটি ট্রেন রবিবার, সোমবার এবং ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখাতেও আজ লোকাল ট্রেন বাতিল হয়েছে। জানা গিয়েছে, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখার রেল ট্র্যাক দুর্বল হয়ে পড়েছে। এই কারণে জরুরি মেরামতির কাজ আজই শুরু হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হবে।

এই কারণে আজ এক জোড়া লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় পরিষেবা চালু করা হবে।

এই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই রবিবার ভোগান্তির মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী ও ছুটির দিনে ভ্রমণে বেরোনো যাত্রীরা। পূর্ব রেলের তরফে অনুরোধ করা হয়েছে, যাত্রীরা যেন নির্দিষ্ট স্টেশন বা রেলওয়ে অ্যাপ থেকে আপডেট জেনে তবেই রওনা দেন।

রেল পরিকাঠামো মজবুত ও নিরাপদ রাখতে এই ধরণের সংস্কারমূলক কাজ অত্যাবশ্যক হলেও, তা যেন যাত্রীদের দুর্ভোগ না বাড়ায়, সেদিকে নজর রাখতে হবে রেল কর্তৃপক্ষকে। আগাম সতর্কতা ও বিকল্প ব্যবস্থার দাবিও উঠেছে যাত্রীদের একাংশের তরফে।