নতুন বছরের প্রথম দিনেই রেললাইনে ফাটল,শেওড়াফুলিতে ট্রেন চলাচলে বিপত্তি(Train Service) । সকাল সাড়ে সাতটা নাগাদ শেওড়াফুলি ছাতুগঞ্চ ময়লাপোতা সংলগ্ন ছয় নম্বর লাইনে পেট্রোলিং এর সময় ফাটল দেখতে পান রেল কর্মীরা। এরপরেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। মেন্টেনেন্স কর্মীরা কাজ শুরু করে। ফাটল ধরা রেলের পাত বদলের কাজ শুরু হয়েছে।
সূত্রের খবর, রেললাইনে পাত বদলের কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ আধিকারিকরা। তাড়াতাড়িই মেরামতির কাজ হয়ে যাবে বলে রেল সূত্রে খবর।
প্রসঙ্গত, গত বছরের শেষে হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন ছাড়া যাচ্ছিল না। ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছিল ওই দিন দক্ষিণ-পূর্ব রেল। এর মধ্যে আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছিল। ব্যস্ত সময়ে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ শুরু হয়। এরপর প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু ট্রেন চলাচল হয়েছিল।
সম্প্রতি গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তির ঘটনা ঘটেছিল। অপরদিকে, গত ১৬ সেপ্টেম্বর অফিস টাইমে দমদমে আচমকাই লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি লোকাল ট্রেন। লাইনচ্যুত হয়ে গিয়েছিল ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। রেলের এই ঘটনায় বারবার বিঘ্নিত হয়েছে সাধারণ মানুষের চলাচল। ফের নতুন বছরে নতুন বিপত্তির মুখে রেল।