ফের চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের (Train Emergency) ঘটনা ঘটেছে। পুরুলিয়ার ছররা এলাকায় টাটানগর এক্সপ্রেসে আগুন লাগে। ট্রেনটি বক্সার থেকে টাটানগরের দিকে যাচ্ছিল। সাড়ে তিনটার দিকে ট্রেনটি রওনা দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে যাত্রীরা ট্রেনে কালো ধোঁয়া দেখতে পান। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করানো হয়। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন।
রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি দক্ষিণ–পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ছররা এলাকায় ঘটেছে। যাত্রীরা প্রথমে কালো ধোঁয়া দেখতে পান, যা আসছিল টাটানগরগামী ট্রেনটির জেনারেল কামরার বাথরুম থেকে। এই দৃশ্য দেখে যাত্রীরা তৎক্ষণাৎ ট্রেনের চেন টেনে গাড়িটি থামিয়ে দেন। এর পর রেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং যাত্রীদের নিরাপদে ওই কামরা থেকে বের করে দেন। এছাড়া পাশের কিছু কামরাও খালি করে দেওয়া হয় নিরাপত্তার জন্য।
খবর পেয়ে ছররা স্টেশনে রেলের উচ্চ আধিকারিকরা এবং দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য ট্রেনের অনর্বোড অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের কারণ হতে পারে শর্ট সার্কিট, তবে এই বিষয়ে আরও তদন্ত চলছে।
এদিকে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটি ট্রেন থেকে বাদ দেওয়া হয়, এবং ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। তবে, এই দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছায়।