Train Accident: উত্তরবঙ্গে বড় ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক

উত্তরবঙ্গে বড় ট্রেন দুর্ঘটনা (Train Accident), আহত একাধিক। লাইনচ্যুত হয়েছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে একাধিক আহত হয়েছেন। অনেকের মৃত্যুও হয়েছে বলে আশঙ্কা করা…

Train Accident: উত্তরবঙ্গে বড় ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক

উত্তরবঙ্গে বড় ট্রেন দুর্ঘটনা (Train Accident), আহত একাধিক। লাইনচ্যুত হয়েছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে একাধিক আহত হয়েছেন। অনেকের মৃত্যুও হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়াশা থাকার কারণে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে বগি। Train Accident: উত্তরবঙ্গে বড় ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক

ট্রেনের ৪টি বগি বেলাইন হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ময়নাগুড়ির দোমোহানাতে উল্টেছে এই ট্রেন। দুর্ঘটনার সময়ে ট্রেনটির গতিবেগ ছিল ৪০-৫০ কিমি। এটি পাটনা-গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস ছিল। এই দুর্ঘটনার জেরে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও রেলের তরফ থেকে এখনও অবধি ক্ষয়ক্ষতির পরিমাণের তথ্য এখনও অবধি মেলেনি। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী ও উদ্ধারকারী দল। Train Accident: উত্তরবঙ্গে বড় ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক

দুমড়ে মুচড়ে গিয়েছে প্রায় ৪টি বগি। ইতিমধ্যে দুর্ঘটনা নিয়ে খোঁজ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দুর্ঘটনার খর পেয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সিং। তিনি জানিয়েছেন, কোভিডের কারণে যাত্রী সংখ্যা কমই ছিল। ফলে হতাহতের সংখ্যা কম হতে পারে। সূত্র মারফত খবর, দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।  যাত্রীরাই উদ্ধার করছেন সহ-যাত্রীদের। 

রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আহত যাত্রীরা। ভয়াবহ সেই দৃশ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বছরের শুরুতেই এহেন ভয়াবহ ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, একটি কামরা জলে পড়ে গেছে। দুর্ঘটনায় মোট ১২টি কামরা ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে ৫১টি অ্যাম্বুলেন্স। শেষ পাওয়া খবর অনুযায়ী, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে তৈরি থাকতে বলা হয়েছে। কাটিহার থেকে রিলিফ ট্রেন নিউ জলপাইগুড়ি পাঠানো হচ্ছে।

বগি সরাতে ক্রেন আনা হয়েছে। বিকল্প আলোর ব্যবস্থা করতে আসছে জেনারেটর। জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, হাসপাতালে ১৫ জনকে ভর্তি করানো হয়েছে। ৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রেনের গতিবেগ যথেষ্ট বেশি ছিল।

Advertisements

রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর: ৮১৩৪০৫৪৯৯৯। বিকল্প এমার্জেন্সি নম্বর ০৩৬১-২৭৩১৬২৩। রেলওয়ে কমিশনার ঘটনার তদন্ত করবেন।

এর পাশাপাশি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও গুরুতর জখমদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী।