Home West Bengal পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর

পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর

mother-dies-in-tragic-road-accident-while-searching-for-her-son-in-sector-5
mother-dies-in-tragic-road-accident-while-searching-for-her-son-in-sector-5

মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর: বাইকে করে ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু (Death) হল এক পুলিশ কর্মীর (এএসআই )। দুর্ঘটনাটি ঘটেছে দিঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা লোকালবোর্ড সংলগ্ন এলাকায়।

Advertisements

পুলিশ জানিয়েছে মৃত পুলিশ কর্মী নাম সমীর বসাক (৪৮)। জুনপুট উপকুল থানায় এএসআই পদে কর্মরত ছিল। তাঁর বাড়ি হাওড়া জেলা সাঁতরাগাছি এলাকায় বলে জানা গিয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার পর পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

   

জানা গিয়েছে, শুক্রবার বিকাল ৪ টা নাগাদ বাইক ( বুলেট) করে কাঁথির দিকে আসছিল। কাঁথি থেকে হেঁড়িয়া দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। দিঘা- নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা লোকালবোর্ড সংলগ্ন মুখোমুখি সংঘর্ষ হয়৷ জাতীয় সড়কে লুটিয়ে পড়ে ওই পুলিশ কর্মী।

তড়িঘড়ি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জুনপুট উপকূল থানার ওসি কামার হাসিদ সহ একাধিক পুলিশ কর্মী। খবর পেয়ে কাঁথি হাসপাতালে রওনা দিয়েছে মৃত পুলিশ কর্মীর পরিবারের সদস্যরা। ওসি বলেন, “পরিবারের সদস্যদের খবর পাঠিয়েছি। সদস্যদের সমবেদনা জানাই।”

Advertisements