বাস উলটে মৃত শিশু, আহত ৩০

বোলপুর: দুর্গাপুজোর সপ্তমীর সকালেই শোকের ছায়া নেমে এল বোলপুরে (Bolpur)। সোমবার সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০…

বোলপুর: দুর্গাপুজোর সপ্তমীর সকালেই শোকের ছায়া নেমে এল বোলপুরে (Bolpur)। সোমবার সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Advertisements

ঘটনাটি ঘটেছে বোলপুর মহকুমা হাসপাতালের নিকটবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবোঝাই একটি বাস নানুর থেকে বোলপুরের দিকে আসছিল। ঠিক সেই সময় হঠাৎ করে একটি টোটো বাসের সামনে চলে আসে। টোটোটিকে এড়াতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার ধারে উলটে যায় বাসটি। দুর্ঘটনার ফলে বাসের ভিতরে থাকা বহু যাত্রী আটকে পড়েন এবং চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

   

Also Read | আন্দোলনে উত্তাল: শাহবাজ-শাসন থেকে মুক্তি চাইছে PoK!

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়। আটকে পড়া যাত্রীদের একে একে বাইরে বের করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, এক শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত মৃত শিশুটির পরিচয় জানা যায়নি। পুলিশ শিশুটির পরিবারের সন্ধান করছে।

আহত যাত্রীদের মধ্যে বহুজনের মাথা ও শরীরে গুরুতর আঘাত রয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কিছুজনের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল অবস্থা ও টোটোর অবাধ চলাচলকেই দায়ী করছেন। তাঁদের অভিযোগ, নানুর-বোলপুর রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রায়শই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে থাকে।

দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যানজট সামাল দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

Also Read | ভারত-রাশিয়ার বন্ধুত্ব শীর্ষে! Su-57E এর নতুন সংস্করণ তৈরি করবে HAL

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। টোটোচালকের সন্ধান চলছে এবং তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্ঘটনার সঙ্গে অন্য কোনও গাফিলতি যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুজোর আনন্দের মাঝেই এই দুর্ঘটনা স্থানীয়দের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। প্রশাসনের প্রতি তাঁদের দাবি, অবিলম্বে রাস্তাঘাট সংস্কার এবং টোটোর অবাধ চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।