Howrah: বিজেপির নবান্ন অভিযানে ভেস্তে গেছে বিখ্যাত মঙ্গলা হাট, ব্যবসায়ীরা চরম ক্ষুব্ধ

বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান ঘিরে নিরাপত্তায় অতি তৎপর পুলিশ। হাওড়া (Howrah) ও কলকাতার (Kolkata) গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। Advertisements নবান্ন যাওয়ার হাওড়ার…

বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান ঘিরে নিরাপত্তায় অতি তৎপর পুলিশ। হাওড়া (Howrah) ও কলকাতার (Kolkata) গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে।

Advertisements

নবান্ন যাওয়ার হাওড়ার বিভিন্ন রাস্তা পুলিশ বন্ধ করে দিয়েছে। এতে চরম ক্ষতির মুখে হাওড়ার মঙ্গলা হাটের ব্যবসায়ীরা। মঙ্গলবারের এই হাটের কেনা বেচা প্রায় বন্ধ। ব্যবসায়ীদের বক্তব্য, পুজোর আগে একদিনের হাটে লাভের মুখ দেখতে পারতেন তাঁরা। কিন্তু বিজেপির নবান্ন অভিযান ও প্রশাসনিক তৎপরতার কারণে সেটা ভেস্তে গেছে।

   

কেন বিজেপি মঙ্গলবার নবান্ন অভিযান করল প্রশ্ন তুলছেন তাঁরা। অভিযোগ, বিজেপির কোনও ধারণা নেই হাওড়ার মঙ্গলা হাট সম্পর্কে। সপ্তাহের দ্বিতীয় দিনের এই জম জমাট হাট বসে।

মিছিল ঘিরে দুর্ভোগে জনতা। ফিরিয়ে দেওয়া হল অ্যাম্বুলেন্স। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ওপর গার্ডরেল করে দেওয়া হয়েছে। নবান্নের চারপাশে অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড থাকায় ফিরে যেতে হচ্ছে একাধিক গাড়িকে। সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। অভিযোগ, কলকাতামুখী এক অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। ভিতরে রোগী ছিলেন। বিজেপির মিছিল রুখতে পুলিশি ব্যারিকেডে আটকে যায় অ্যাম্বুলেন্স।