Bengal Safari Park: বদলি নিয়ে বনকর্মীদের বিক্ষোভে সমস্যায় পর্যটকরা

সরকারি চাকরি মানেই বদলির নোটিশ আসবে। কিন্তু সেই বদলির নোটিশ এর ফলে সাধারণ পর্যটককে যে সমস্যায় পড়লেন। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বন কর্মীদের বিক্ষোভ আটকে পড়েছেন পর্যটকরা।

এক দফতর থেকে অন্য দফতরে বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন বনকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এই বদলি নির্দেশ প্রত্যাহার করতে হবে।

   

এই সময় বহু পর্যটক দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিমে যান। তারা ফেরার পথে বেঙ্গল সাফারি পার্কে দর্শন করেই ফেরেন। বনকর্মীদের বিক্ষোভে কিন্তু সেখানেই তারা হতাশ হয়ে পড়েছেন।

যদিও বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের তরফে বৈঠকে বসে সমস্যার সমাধান করার কথা জানানো হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন