Darjeeling: শরৎ আকাশে কাঞ্চনজঙ্ঘার হাসি, দার্জিলিং জমজমাট

উৎসবের মরসুম শুরু হয়েছে। বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজোয় মেতেছে আপামোর বাঙালি। আজ মহাসপ্তমী। সপ্তমীতে মহাপুজো হয় এবং এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান…

Darjeeling: শরৎ আকাশে কাঞ্চনজঙ্ঘার হাসি, দার্জিলিং জমজমাট

উৎসবের মরসুম শুরু হয়েছে। বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজোয় মেতেছে আপামোর বাঙালি। আজ মহাসপ্তমী। সপ্তমীতে মহাপুজো হয় এবং এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান রীতিনীতি। আজ সপ্তমীতে সকাল থেকে রীতি মেনে চলছে নবপত্রিকা স্নান বা কলা বউ স্নান। তাই সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভির।

তবে অনেকেই পছন্দ করেন পুজোয় ভ্রমণ। বাঙালির প্রিয় ডেস্টিনেশনের মধ্যে একটি হল দার্জিলিং। পাহাড়-প্রেমী অনেকেই তাই পুজো শুরু হতেই চলে গিয়েছেন দার্জিলিংয়ে। কলকাতার পুজো মিশ করলেও আজ সপ্তমীতে পর্যটকরা পেলেন বড় উপহার- শরৎ আকাশে কাঞ্চনজঙ্ঘার হাসি। অর্থাৎ মহা সপ্তমীতে দার্জিলিং এর ম্যালের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখলেন পর্যটকরা। প্রকৃতির এহেন রূপ দেখে মুগ্ধ হলেন সকলেই। উপভোগ করলেন দিনটি। সপ্তমীর দিনটি একটু অন্যভাবে কাটালেন অনেকেই। কাঞ্চনজঙ্ঘার হাসি দেখে সকলেই মুখেই হাসি ছিল দেখবার মতন।

Advertisements

অনেকেরই অভিযোগ একাধিকবার দার্জিলিং, গ্যাংটকে গিয়েও দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার। তবে পুজোর দিনে এই সুন্দর মনোরম দৃশের দেখা পেলেন পর্যটকেরা। এই সময় প্রচুর পর্যটক ঘুরতে যান দার্জিলিংয়ে। তাঁরা বিভিন্ন নদীর ধার এবং ফাঁকা জায়গা থেকে সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমান। তবে আজ মহাসপ্তমীতে দার্জিলিং এর ম্যালের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপূর্ব। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করছেন অনেকে।