সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু পর্যটক যুবকের, ১২ ঘণ্টা পর মিলল দেহ

মান্দারমণি: তাজপুরে বেড়াতে এসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সন্ধ্যাবেলায় তাজপুরের লাইট হাউস সংলগ্ন…

সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু পর্যটক যুবকের, ১২ ঘণ্টা পর মিলল দেহ

মান্দারমণি: তাজপুরে বেড়াতে এসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সন্ধ্যাবেলায় তাজপুরের লাইট হাউস সংলগ্ন এলাকায় সমুদ্র স্নানে নামেন কয়েকজন পর্যটক (Tourist)। সেই দলের মধ্যেই ছিলেন সুবোধ বিশ্বাস (৩২), নিউ ব্যারাকপুরের বাসিন্দা। আচমকা সমুদ্রের প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। দীর্ঘ চেষ্টার পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন, রবিবার দুপুরে মান্দারমণির ৩ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় ভেসে ওঠে মৃতদেহ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কলকাতা লাগোয়া নিউ ব্যারাকপুর এলাকা থেকে সুবোধ বিশ্বাস কয়েকজন বন্ধুকে নিয়ে তাজপুরে বেড়াতে আসেন। দুপুরে হোটেলে বিশ্রামের পর বিকেলে সকলেই সমুদ্র সৈকতে যান। প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি তারা সমুদ্রে স্নানেও নামেন। তবে লাইট হাউস সংলগ্ন অঞ্চলে সমুদ্র বেশ গভীর এবং প্রবল স্রোতের জন্য ঝুঁকিপূর্ণ বলেই পরিচিত।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, স্নানের সময় আচমকা বড়সড় ঢেউ আসে এবং সুবোধ সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা এবং নুলিয়ারা উদ্ধার কাজ শুরু করলেও কোনও ফল মেলেনি। অন্ধকার নেমে আসার পর উদ্ধার অভিযান ব্যর্থ হয়। রাতভর উদ্বেগে কাটে বন্ধুদের।

রবিবার দুপুর নাগাদ মান্দারমণি ৩ নম্বর ঘাট সংলগ্ন সমুদ্রতটে এক মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মৃতদেহটি শনাক্ত করেন সুবোধের বন্ধুরা। মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে এটি একটি দুঃখজনক জলজ দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা হবে।

সুবোধ বিশ্বাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও বন্ধুমহলে। নিউ ব্যারাকপুরে তার বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বন্ধুরা জানান, সুবোধ ছিলেন প্রাণবন্ত এবং খুব ভালো মনের মানুষ। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না।

স্থানীয় প্রশাসন ও পর্যটন দপ্তরের তরফে পর্যটকদের নিরাপত্তা নিয়ে আরও সতর্কতা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাজপুর ও মান্দারমণির সমুদ্রতটে আগত পর্যটকদের যথেষ্ট সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন নুলিয়ারাও। পাশাপাশি, পর্যাপ্ত নজরদারি ও বিপদ সংকেত বোর্ড বসানোর দাবিও উঠেছে।